এই মুহূর্তে




প্রেমে বিচ্ছেদ, বাড়িতে ঢুকে প্রেমিকাকে কুপিয়ে খুন, আত্মঘাতী প্রেমিক




নিজস্ব প্রতিনিধি, তারাপীঠ : প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ। মেনে নিতে পারেননি প্রেমিক। ফলস্বরূপ শিউড়ে ওঠার ঘটনার সাক্ষী থাকল বীরভূমের তারাপীঠ থানার বাতিনা গ্রাম। রাতের অন্ধকারে প্রেমিকার বাড়িতে ঢুকে এলোপাথাড়ি ছুরির কোপ চালায় বলে অভিযোগ। এরপর বাড়িতে ফিরে গিয়ে নিজেও আত্মহত্যা করে বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।

সূত্রের খবর, তারাপীঠ থানার খামেড্ডা গ্রামের বিক্রম মাল নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল একাদশ শ্রেণীর ওই ছাত্রী। তারাপীঠের বুধি এলাকার বাসিন্দা অভিযুক্ত বিক্রম মাল। তারাপীঠের বাতিনার বাসিন্দা ওই কিশোরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে সে। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। ফলে রাগের বশে বাড়িতে গিয়েছে প্রেমিকার ওপরে হামলা চালানোর অভিযোগ। মৃতার পরিবারের অভিযোগ, রাস্তায় তাঁদের মেয়েকে উত্তক্ত্য করত ওই যুবক। সম্প্রতি, কিশোরীকে কিছু ছবি সুপার ইমপোজ করে ব্ল্যাকমেল করতেও শুরু করেছিল বিক্রম।

জানা গিয়েছে, ওই কিশোরীর অন্যত্র বিয়ের ব্যবস্থ করছিল পরিবার। সেই খবর কানে যেতেই মেনে নিতে পারেনি বিক্রম। বৃহস্পতিবার গভীর রাতে ধারাল অস্ত্র হাতে সটান হাজির প্রেমিকার বাড়িতে। ঘরে ঢুকে প্রেমিকাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় ঘরেই লুটিয়ে পড়ে কিশোরী। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত বিক্রম। রক্তাক্ত অবস্থায় কিশোরীকে  হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্তের খোঁজ চালিয়ে সাহাপুর এলাকার ইট ভাটার পাশ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতদেহ দুটোই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান,রাগের বশেই খুন করেছে সে। পরে নিজেও আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই বিষয়টি স্পষ্ট হবে। গোটা ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায়

বুধবারের ‘কর্মনাশা’ ধর্মঘট নিয়ে কড়া রাজ্য, অনুপস্থিত থাকলে কাটা যাবে বেতন

রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান হলেন সিদ্ধিনাথ গুপ্তা, সরলেন জ্ঞানবন্ত সিং

ভুয়ো আইপিএস পরিচয় দিয়ে লাগাতার প্রতারণা, ঠাঁই হল শ্রীঘরে

১৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে স্ত্রীকে মেসেজ! মোবাইল ট্র্যাক করে উদ্ধার অপহৃত শিক্ষক

নিবেদিতা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা গার্ড রেলে, রাস্তায় ছিটকে পড়লেন যাত্রী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ