এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

নিউ বারাকপুরে ফুটপাথ হকারদের ঋণ প্রদান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি,নববারাকপুর :সারা ভারতবর্ষে কোভিড ১৯ অতিমারির সময় অর্থনীতি সব কিছু দিক দিয়ে ভেঙে পড়েছিল। সেই সময় নিউ বারাকপুরে(New Barrackpore) হকারদের দু হাজার টাকা করে ভাতা দেওয়া হয়েছিল। এবার পুরসভা এলাকায় ফুটপাথের ধারে অস্থায়ী দোকানে বিভিন্ন ধরনের ব্যবসা করেন কিংবা ঠেলাতে ফল, সব্জী, খাবার ইত্যাদি বিক্রি করেন অথবা বাড়িতে ছোট দোকানে সেলাই কাপড়ের ব্যবসা বা অন্যান্য ছোটোখাটো ব্যবসা করেন সেইসব ফুটপাথ হকারদের অথবা স্ট্রিট ভেন্ডরদের আর্থ সামাজিক উন্নয়নে রবিবার সকালে নিউ বারাকপুর পুরসভার উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য নগর জীবিকা মিশনের অধীনে হকার সহায়তা প্রকল্পে ঋণ প্রদান কর্মসূচি শুভ উদ্বোধন করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

রবিবার সকালে স্টেশন সংলগ্ন রত্নদীপ মোড়ে ঋণ আবেদনপত্র সন্মতির অনুমোদন এর শংসাপত্র এবং ডিজিটাল প্লাটফর্মে ফোনপে একাউন্টের কার্ড প্রতীকী হিসেবে প্রথম ধাপে দশ হাজার টাকার ঋণ আবেদন কারীদের হাতে তুলে দিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যMinister Chandrima Bhattacharya) বলেন, বাজার অর্থনীতিকে আরো চাঙ্গা করতে হকারদের ঋণ দেবার পরিকল্পনা সরকারি পরিষেবা প্রদান। অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছে নিউ বারাকপুর পুরসভা।ফুটপাথ হকার, স্ট্রিট ভেন্ডররা অর্থনীতি কে চাঙ্গা করছে এই বিষয়ে কোন সন্দেহ নেই। যত প্রান্তিক মানুষদের হাতে পরিষেবা দেব তত জিএসডিপি ইতিবাচক দিকে নিয়ে যেতে পারব। যত প্রান্তিক জায়গায় যেতে পারব তত অর্থনৈতিক ভাবে চাঙ্গা থাকতে পারব বলে মনে করেন মন্ত্রী। আবেদনকারী প্রথমে দশ হাজার টাকার ঋণ পাবেন। যেটি এক বছের মধ্যে পরিশোধ করতে হবে এবং উক্ত ঋণে সাত শতাংশ সুদের হার এ ছাড় পাবেন। দ্বিতীয়বার কুড়ি হাজার টাকার ঋণ দেড় বছরের মধ্যে পরিশোধ করতে হবে এবং তৃতীয়বার পঞ্চাশ হাজার টাকার ঋণ পাবেন তিন বছরের মধ্যে পরিশোধ করতে হবে ।

একই সুদের হার ছাড় পাবেন। মন্ত্রী বলেন ,নিউ বারাকপুর পুরসভা দীর্ঘদিন অন্য ধরনের অভিমুখে নিয়ে চলেছে উত্তর ২৪ পরগনা জেলার ।ছোট শহর ২০ টি ওয়ার্ড।ইতিমধ্যেই দিল্লির নগরোন্নয়ন দফতর ও জাতীয় মিশন অধিকর্তা নিউ বারাকপুর পুরসভার সুখ্যাতি করে গেছেন। পুরসভা সুখ্যাতি করার মতো কাজ করে চলেছে।১২৭ টি পুরসভার মধ্যে নিউ বারাকপুর পুরসভা এক নম্বরে বলে গেছেন দিল্লির সুডার আধিকারিক গন। ডেঙ্গি সচেতনতায় নিউ বারাকপুর পুরসভা দৃষ্টান্ত স্থাপন করেছে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে। ছোট পুরসভা হলেও সে তার নিজের জায়গা তৈরি করে নিতে পেরেছে। ডি ক্যাটাগরি হলেও এ ক্যাটাগরির মতো কাজ করছে। সেটাই সবথেকে বড় কাজ। সবাই মিলে এক সাথে সুন্দর ভাবে করছে কাজ। অভিজ্ঞতা ও সক্রিয়তাকে একসাথে করে। এটাই কিন্তু নিয়ম। অগ্রগতি তবেই হয়। নাগরিক পরিষেবা মানে শুধু জল কল রাস্তা নয়। প্রতিদিনের নাগরিক জীবনে বাজার অর্থনীতি চাঙ্গা না থাকলে কাজ হবে না।

নববারাকপুর পুরসভা নব নব নতুন নতুন কাজ করুক আন্তরিক ভাবে চাইব বলেন মন্ত্রী।উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান(Chairman) প্রবীর সাহা, পুরসভার রাজ্য নগর জীবিকা মিশনের সিটি ম্যানেজার ড. তপন কুমার জানা সহ বিভিন্ন ব্যাঙ্কের আধিকারিক গন ও পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন।পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা জানান ,প্রথম পর্যায়ে ৬২৫ জন অনুমোদন প্রাপ্ত ফুটপাথ হকারদের দশ হাজার টাকার ঋণ প্রদানে সন্মতি পত্র ও আবেদনকারীর ফোন পে একাউন্ট কার্ড প্রদান করা হয় এদিন। টার্গেট দু হাজার হকারদের ঋণ প্রদান। এর মধ্যে ৮৫০ জন আবেদনপত্র জমা করেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্দেশখালি কাণ্ডের কিনারায় এখন শেখ শাহজাহানের ভাই আলমগীরই মূল ভরসা সিবিআইয়ের?

মালদায় নির্বাচনী প্রচারে খগেন মুর্মুকে গরু – ভেড়ার সঙ্গে তুলনা করলেন ফিরহাদ হাকিম

নাম বিভ্রাটের জেরে নিরাপরাধ গৃহবধূকে গ্রেপ্তার করে আদালতে এনে বাড়ি পৌঁছে দিল পুলিশ

তীব্র তাপপ্রবাহের মধ্যে কোথাও পুলিশ লাগালো গাছ, কোথাও আবার ডিউটির ফাঁকে করলেন রক্তদান

তীব্র দাবদাহ থেকে বাঁচতে শান্তিপুরে ব্যাঙের বিয়ে দিলেন গ্রামবাসীরা

কৃষ্ণনগরের দর্জি তাক লাগিয়ে দিলেন ১৪৪ বর্গফুটের লুডো তৈরি করে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর