এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মাধ্যমিক পরীক্ষার্থীকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এক পুলিশ অফিসার

নিজস্ব প্রতিনিধি, কাপাসডাঙ্গা: ফের পুলিশের মানবিক মুখ প্রকাশ পেল বুধবার । এবার ঘটনাস্থল হুগলি(Hooghly) জেলা । হুগলী গার্লস হাইস্কুলের ছাত্রী তনিষ্ঠা কুন্ডু বুধবার তার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি আনতে ভুলে গিয়েছিলেন। তার মাধ্যমিকের সিট পড়েছিল বাড়ি থেকে বেশ কিছুটা দূরে কাপাসডাঙ্গা সতীশ সেন বিদ্যাপীঠে। এদিকে এডমিট কার্ড(Admit Card) না নিয়ে আসায় তাকে পরীক্ষা হলে পরীক্ষায় বসতে দিচ্ছিল না ওই স্কুল কর্তৃপক্ষ। কাপাসডাঙ্গা সতিন সেন বিদ্যাপিঠে সেই সময় চন্দননগর(Chandannagar) কমিশনারেটের চুঁচুড়া থানার এসআই(SI) হিমাদ্রী চক্রবর্ত্তী ডিউটি করছিলেন।

ওই ছাত্রীটিকে কান্নাকাটি করতে দেখে ছাত্রীটিকে নিজের বাইকে করে ছাত্রীটির বাড়ি নিয়ে গিয়ে তার অ্যাডমিট কার্ডটি নিয়ে পরীক্ষা শিবিরে তাকে নিয়ে আসেন। অবশেষে ওই ছাত্রীটি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সুযোগ পান। অন্যদিকে গত শনিবার কলকাতায় মাধ্যমিকের ভূগোল পরীক্ষা দিতে বেরিয়ে বিপাকে পড়া এক ছাত্রীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন হাওড়া ট্রাফিক গার্ডের এক আধিকারিক। যার ফলে সময় মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছে পরীক্ষায় বসতে পারে এক পরীক্ষার্থী।পুলিশ সূত্রে জানা গিয়েছিল, শনিবার রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিলেন এক পরীক্ষার্থী। সময়টা তখন সকাল ১১টা বেজে ২০ মিনিট। রাস্তার এদিক ওদিক ছুটোছুটি করছিল ওই পড়ুয়া। বিষয়টি দেখে এগিয়ে গিয়েছিলেন হাওড়া ব্রিজের ট্র্যাফিক গার্ডের কর্তব্যরত ওসি শৌভিক চক্রবর্তী। তিনি ওই ছাত্রীকে জিজ্ঞাসা করেন কোনও সমস্যা হয়েছে কি না। এরপর ছাত্রীটি জানায়, সে মাধ্যমিক পরীক্ষার্থী ।শনিবার তার ঠাকুরদার শেষকৃত্য হচ্ছে। আর সেই কারণে সেখানে গিয়েছেন পরিবারের সদস্যেরা। পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে না পারায় তাই চিন্তিত সে। ছাত্রীটি জানায় তার পরীক্ষার সিট পড়েছে শ্যামবাজারে আদর্শ শিক্ষা নিকেতনে।

এরপর ওই ছাত্রীর কথা শুনে তাকে নিজের সরকারি গাড়িতে তুলে নেন শৌভিক। দ্রুত কন্ট্রোল রুমে ফোন করেন তিনি। ওই এলাকায় গ্রিন করিডর করার ব্যবস্থা করার জন্য বলেন। এরপর গ্রিন করিডোর ধরে দ্রুত গাড়িতে করে ওই ছাত্রীকে নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন তিনি। সকাল সাড়ে ১১টা নাগাদ তাকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে সক্ষম হন তিনি।অবশেষে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর পর ওই ছাত্রী পরীক্ষায় বসতে পারে। তবে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য ট্রাফিক পুলিশের আধিকারিক শৌভিককে ধন্যবাদ জানিয়ে ছিলেন ওই ছাত্রীটি। ওই পরীক্ষার্থী শ্রীজৈন বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। শনিবার কলকাতায় ওই ঘটনা ঘটার পর বুধবার হুগলিতে ফের মাধ্যমিক ছাত্রীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল আরো এক পুলিশ কর্মী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আবারও বড়োসড়ো সাফল্য শান্তিপুর থানার পুলিশের, দোকান থেকে চুরি যাওয়া টাকা সহ ধৃত অপরাধী

উলুবেড়িয়াতে মর্নিং ওয়াক করতে বেরিয়ে বিএসএফ জওয়ানের শ্লীলতাহানির শিকার এক মহিলা

প্রেমের টানে প্রথম বিয়ে তালাক দিয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা প্রেমিকার

বর্ধমানের রসুলপুরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী গাড়ি চালক

শান্তিপূর্ণ ভোটের আবেদন জানিয়ে পথে পথে প্রচার স্বপন দত্ত বাউলের

সীমান্তে বাংলাদেশি টাকা সহ বিএসএফের হাতে ধৃত সিপিএম নেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর