এই মুহূর্তে




হাওড়া স্টেশনে সাবওয়ের মুখে ভর সন্ধ্যায় ছিনতাই, সোনার হার নিয়ে চম্পট

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া স্টেশনে সাবওয়ের মুখে প্রকাশ্যে ছিনতাই।এক মহিলার সোনার হার ছিনতাই করে পালাল দুষ্কৃতী। তদন্তে গোলাবাড়ি থানার(Golabari P.S.) পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সস্ত্রীক কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন হাওড়ার বড়গাছিয়ার বাসিন্দা বৃন্দাবন ঘোষ। তিনি পেশায় পান ব্যবসায়ী। হাওড়া স্টেশনে ১২ নম্বর সাবওয়ের মুখে তিনি বুধবার সন্ধ্যায় ব্যবসার জন্য পান কিনছিলেন। পাশে দাঁড়িয়েছিলেন তার স্ত্রী মিঠু ঘোষ। আচমকাই এক দুষ্কৃতী তার গলায় থাকা দশ গ্রাম সোনার হার ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। চিৎকার করে ওই ব্যবসায়ী পিছু ধাওয়া করলেও ধরা যায়নি ছিনতাইবাজকে। কান্নায় ভেঙে পড়েন মিঠু ঘোষ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোলাবাড়ি থানার পুলিশ।তদন্ত শুরু করলেও অধরা ওই ছিনতাইবাজ। সাবওয়ের(Sub Way) সামনে ব্যবসা করা এক মহিলা জানান, সাবওয়েতে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে।পুলিশের আরো নজরদারি দরকার।হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক জানান, ওই এলাকার সিসিটিভি(CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে। মোট তিনজন ছিনতাইকারী ছিল বলে পুলিশ তদন্তে জানতে পেরেছে। খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে এমনটাই দাবি করেছে পুলিশ। হাওড়া স্টেশন সংলগ্ন সাবওয়ে এলাকায় ছিনতাই এর ঘটনা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে ট্রেনের নিত্যযাত্রীরা।

একদল মাদক সেবনকারী দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ।হাওড়া স্টেশন সংলগ্ন সাবওয়ে এলাকায় জিআরপি পুলিশের পাশাপাশি নজরদারি চালায় স্থানীয় গোলাবাড়ি থানা। আছে একাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা। সব সময় ব্যস্ত থাকে ট্রেন যাত্রীদের ভিড়ে। কিন্তু তার মাঝে অসতর্কতার সুযোগ নিয়ে এই ধরনের চিন্তাই এর ঘটনা পরপর ঘটে যাওয়ায় সকলেই পুলিশি নজরদারি জোরদার করার ওপর জোর দিচ্ছে। ওই এলাকায় স্থানীয় সমাজ বিরোধীরা কারা এই ঘটনা সঙ্গে যুক্ত তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর হাতে বন্দি কাকদ্বীপের ১৪ ম‍ৎস্যজীবী

বন্যাবিধ্বস্ত গ্রামে ত্রাণ হাতে পৌঁছালেন মন্ত্রী, দিলেন আশ্বাস

দার্জিলিঙে বসে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মমতা, সেই বাড়ি পুড়ে ছাই

দুর্গাপুরে কালীপুজোয় এবারের থিম জৈন মন্দির, চোখের সামনে ভেসে উঠবে কালাপানির অত্যাচার

সাঁইথিয়ায় বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী কে? ঘোষণা করে দিলেন কেষ্ট

পদ্ম রাজ্যে সন্ত্রাসের শিকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার হিড়িক, আবেদন ছাড়াল ৭৫ হাজার, শুরু বাছাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ