এই মুহূর্তে




পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর, চাঞ্চল্য নদিয়ার বীরনগরে

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল স্বামী। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নদীয়ার বীরনগরে। সূত্রের খবর, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে হঠাৎ করেই স্ত্রীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন বীরণগর লাইব্রেরী পাড়ার বাসিন্দা প্রাণকৃষ্ণ সাহা। এরপরেই কোন কথা না বলে আচমকাই স্ত্রীর উপর হামলা চালায় প্রাণ কৃষ্ণ। স্ত্রী বেবি সাহাকে মাটিতে ফেলে এলোপাথাড়ি কোপ মারে অভিযুক্ত ব্যক্তি। এরপর গুরুতর আহত অবস্থাতেই চিৎকার করতে শুরু করলে পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন। আর তাদের আসতে দেখে স্ত্রীকে মাটিতে ফেলেই পালিয়ে যান প্রাণ কৃষ্ণ।

এরপর পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন। এবং গৃহবধূকে মাটিতে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি হসপিটালে নিয়ে যান। কিন্তু তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে বীরণগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে তাঁর অবস্থার অবনতি হয় এবং তাঁকে রানাঘাট হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী। তার খোঁজে তল্লাশি শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ। স্বাভাবিকভাবেই স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নদীয়ার রানাঘাটের বীরনগরে। হাসপাতালে মৃত গৃহবধূর পরিবার কান্নাকাটি শুরু করেছে।

তাদের একটি মেয়ে রয়েছে। নিহতের বয়স ৪৫ বছরের মধ্যে ছিল। এবং অভিযুক্ত প্রাণ কৃষ্ণের বয়স আনুমানিক ৫০ বছরের মধ্যে। তবে বেবি সাহাকে খুন করার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। নিহত বেবি সাহার এক আত্মীয়া জানিয়েছেন, তাদের মধ্যে পারিবারিক অশান্তি ছিল কিনা জানিনা। তবে ঘটনার সময় আমি দোকানে ছিলাম। ফোন করে আমাকে বিষয়টি জানানো হয়। আমি ছুটে এসে দেখি বেবি পড়ে আছে মাটিতে। তাঁকে প্রথম বীরনগর হাসপাতালে ভর্তি করানো হলে অবস্থার অবনতি হয় এবং পরে রানাঘাট হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর হাতে বন্দি কাকদ্বীপের ১৪ ম‍ৎস্যজীবী

বন্যাবিধ্বস্ত গ্রামে ত্রাণ হাতে পৌঁছালেন মন্ত্রী, দিলেন আশ্বাস

দার্জিলিঙে বসে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মমতা, সেই বাড়ি পুড়ে ছাই

দুর্গাপুরে কালীপুজোয় এবারের থিম জৈন মন্দির, চোখের সামনে ভেসে উঠবে কালাপানির অত্যাচার

সাঁইথিয়ায় বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী কে? ঘোষণা করে দিলেন কেষ্ট

পদ্ম রাজ্যে সন্ত্রাসের শিকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার হিড়িক, আবেদন ছাড়াল ৭৫ হাজার, শুরু বাছাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ