এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘বলেছিলাম ২টো আসন ছেড়ে দিচ্ছি, সিপিএমের হাত ধরবেন না, শুনলই না’, আক্ষেপ মমতার

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: দেশের বুকে অষ্টাদশ লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) ভোটগ্রহণের পালা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দুই দফায় দেশের ১৮৯টি লোকসভা কেন্দ্রের জনমত ইভিএম বন্দী হয়েছে। আগামী ৭ মে তৃতীয় দফায় দেশের ৯৫টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। সেই দফাতেই বাংলার(Bengal) বুকে ৪টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। সেই ৪ কেন্দ্র হল মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ। এই ৪ কেন্দ্রেই আগামী ৫ মে বিকাল ৫টায় প্রচার শেষ হয়ে যাবে। তাই এখন এই ৪ কেন্দ্রে ভোট প্রচার তুঙ্গে উঠেছে। এদিন মালদার(Malda District) ২ কেন্দ্রে প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তৃণমূলের জন্মের পর থেকে এই জেলায় তৃণমূল(TMC) কোনওদিন লোকসভা নির্বাচনে জয়ী হয়নি। কিন্তু এবারে জোড়াফুল শিবির আশাবাদী তাঁরা জেলার ২টি আসনই জিতবে। এদিন মালদার বুকে মমতার দুটি সভা ছিল। প্রথম সভা ছিল কালিয়াচকে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে এবং দ্বিতীয় সভাট ছিল হব্বিবপুরে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে।

এদিন কালিয়াচকের সভা থেকে মমতা প্রথমেই নিশানা বানান কংগ্রেসকে। তিনি বলেন, ‘INDIA কোট কে তৈরি করেছিল? আমি করেছিলাম। ওই নামটাও আমার দেওয়া। আমরাই বিজেপিকে হারিয়ে এই জোটকে নেতৃত্ব দেব দেশে সরকার গড়ার জন্য। কিন্তু মনে রাখবেন, এখানে বাংলায় আমরা বিজেপির বিরুদ্ধে একাই লড়ছি। এখানে আমাদের কারোর সঙ্গে কোনও জোট নেই। বরকতদাকে আমরা শ্রদ্ধা করি। তিনি যতদিন ছিলেন আপনারা কংগ্রেসকে ভোট দিয়েছেন। আমরা খুশি হয়েছি। কিন্তু এখনও কেন বার বার ওদেরই ভোট দেবেন? মৌসম বেনজির নূরকে তো আমরাই জিতিয়েছিলাম। কিন্তু লোকসভায় গিয়ে যে চুপ করে বসে থাকে, মানুষের কথা বলে না, তাঁকে কেন প্রার্থী করব? মহুয়া মৈত্রকে দেখুন। সংসদে বিজেপির বিরুদ্ধে মুখ খুলতো বলে ওকে তাড়িয়ে দিয়েছে।’

এর পাশাপাশি মমতা বলেন, ‘মনে রাখবেন, মালদহ লোকসভা কিন্তু আগে কখনও তৃণমূল পায়নি। একুশের বিধানসভায় আপনারা আমাদের ঢেলে ভোট দিয়েছিলেন বলে বিজেপিকে আটকাতে পেরেছিলাম, তাহলে এবারেও নয় কেন? আমি তো বরাবরই কংগ্রেসকে সাহায্য করতে চেয়েছি। বিধানসভায় ওদের একটাও আসন নেই। তবু লোকসভায় দু’টো আসন দিতে চেয়েছিলাম। বকেছিলাম, ২টো আসন ছেড়ে দিচ্ছি, সিপিএমের হাত ধরবেন না। শুনলই না। সেই সিপিএমের হাত ধরল। আপনারা চান, বাংলায় আমি সিপিএমের কাছে আত্মসমপর্ণ করি?’ ভিড় থেকে সমস্বরে আওয়াজ ওঠে, ‘না’।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিশ্রমকে কাজে লাগিয়ে জলপাইগুড়ি জেলার নাম উজ্জ্বল করল ধুপগুড়ির পূজা বিশ্বাস

রাত পোহালেই বীরভূম লোকসভায় নির্বাচন , ১৩১ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী থাকছে নজরদারিতে

হাওড়ার বালি ,বেলুড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জীর অভিনব ভোট প্রচার

রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, আশীর্বাদ নিলেন, সেলফি তুললেন

ধুপগুড়িতে বিশ্ব মাতৃ দিবসে ছাত্ররা মাকে পুজো করলেন, পায়েস খাওয়ালেন

রসিকবিলে রিমঝিম ও গরিমার কোল আলো করে জন্ম নিল ৭টি চিতাশাবক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর