এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘INDIA জোটকে সঙ্গে নিয়ে মোদিকে তাড়াবোই, বিজেপিকে উৎখাত করবোই’, হুঙ্কার মমতার

Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: জাতীয় স্তরের রাজনীতিতে আজও বাংলার মালদা জেলার(Malda District) পরিচিতি গনি খানের জেলা বলে। সেই জেলাতে বরাবরই কংগ্রেসের একটা প্রভাব রয়েই গিয়েছিল গনির অবর্তমানেও। আর তাই বাংলায় কংগ্রেস ভেঙে তৃণমূলের(TMC) জন্ম হলেও মালদা জেলায় দীর্ঘকাল তৃণমূল সেভাবে কোনও সাফল্যের মুখ দেখতে পায়নি। এক আধবার এক আধটা আসন জিতেছে ঠিকই, কিন্তু দাপট দেখাতে পারেনি। কিন্তু উনিশের লোকসভা ভোটে জেলার একটি লোকসভা কেন্দ্রে বিজেপি জিততেই, সেই ছবি বদলাতে শুরু করে। তৃণমূলের পতাকা তলে জেলার সংখ্যালঘু সমাজ এসে আশ্রয় নিতেই একুশের ভোটে পুরো ছবি বদলে যায়। জেলার ১২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮টি চলে আসে তৃণমূলের দখলে। ৪টিতে জয়ের মুখ দেখে বিজেপি। একুশের নির্বাচনে সেই ভাল ফলের ওপর দাঁড়িয়েই এবার তৃণমূল উদ্যোগী হয়েছে জেলার ২টি লোকসভা কেন্দ্রই দখল করতে। সেই লক্ষ্যেই এদিন মালদায় ছিল তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) জোড়া সভার সঙ্গে একটি পদযাত্রার কর্মসূচীও। সেই জোড়াসভার মধ্যে প্রথম সভা থেকেই মমতা ডাক দিলেন, ‘INDIA জোটকে সঙ্গে নিয়ে মোদিকে তাড়াবোই, বিজেপিকে(BJP) উৎখাত করবোই।’ জনতাও সগর্জনে সেই ঘোষণাকে স্বাগত জানালো।  

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জমানায় দেশে শেষবারের মতো ডিলিমিটেশন কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশনের সুপারিশের ভিত্তিতেই দেশের প্রতিটি লোকসভা আসন ও বিধানসভা কেন্দ্রের পুনর্বিন্যাস ঘটানো হয়। ২০০৯ সালে সর্বপ্রথম এই আসন পুনর্বিন্যাস অনুযায়ী লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই সম্যয় থেকেই মালদার বুকে ২টি লোকসভা কেন্দ্রের জন্ম হয়। কিন্তু তার আগে হোক কী পরে মালদার বুকে লোকসভা নির্বাচনে কোনওদিনই জয়ের স্বাদ পায়নি তৃণমূল। এ বার কিন্তু মালদা জেলার দুই লোকসভা কেন্দ্রেই জয় চাইছেন মমতা। সেই লক্ষ্যেই এদিন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের চাঁচল বিধানসভা কেন্দ্রের তুলসিহাটা এলাজায় তৃণমূল প্রার্থী প্রসূণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করতে গিয়ে মমতা বলেন, ‘মালদার এই দু’টো আসন আমরা কোনও দিন পাইনি। এ বার কি রায় বদলানো যায় না? আপনারা কি এ বারও ফিরিয়ে দেবেন? আমরা তো কাজ করেছি। এমনকি, কেন্দ্রের সমস্ত প্রকল্পের টাকা তো আমরাই দিয়েছি। বাংলা সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তাই ওরা হিংসায় জ্বলছে, তাই লুচির মতো ফুলছে।’

এর পাশাপাশি মমতা বলেন, ‘মা লক্ষীরা আপনারা জানেন তো আপনাদের টাকাটা বেড়েছে। ১৭ শতাংশ জনজাতির সংরক্ষণ কে করেছিল বুকে হাত দিয়ে বলুন তো? আগে একটা শংসাপত্র পেতে কত ছোটাছুটি করতে হত? জাতি শংসাপত্র পেতে কত ছোটাছুটি করতে হত? এখন আইনের সরলীকরণ করা হয়েছে। আপনি নিজের শংসাপত্র নিজেই দেবেন। নিজেকেই নিজে সার্টিফাই করবেন। পরিশ্রম কমেছে। বিজেপি খবর পেয়েছে, ভোট কমে গিয়েছে। কমিশনের কাছ থেকে খবর পেয়েছে ওরা। তাই এখন ওরা ভয় পেয়েছে। বিজেপির বুক দুরদুর করছে ভয়ে। মোদী বাবুর নামে আর ভোট হচ্ছে না। তাই এখন গলাবাজি কমে এসেছে। বিজেপি সব বিক্রি করে দিয়েছে। দেশ বিক্রি করেছে, মানুষ বিক্রি করে দিয়েছে, মানবিকতা বিক্রি করে দিয়েছে, সংবিধানকে বিক্রি করে দিয়েছে। সংবিধানকে তুবড়ে দিয়েছে, সংবিধানকে ছিবড়ে করে দিয়েছে। বিজেপি প্রার্থীর স্বামী কেন্দ্রীয় বাহিনীর কর্তা হলে অসুবিধা হয় না। আর আমাদের বিধায়ক লাভলির স্বামী পুলিশ কর্তা হলে সমস্যা? বিজেপির নেতারাই বলছে বাংলার প্রাপ্য টাকা না দিতে।’

এরপরেই মমতা বলেন, ‘INDIA জোট কে তৈরি করেছে? আমি করেছি। সেখানে সিপিএমও আছে, কংগ্রেসও আছে। আমরাও আছি। কিন্তু বাংলায় আমরা কোনও জোটে নেই, কোনও INDIA জোট-ও নেই। আমি শুনেছি ওরা বলে বেড়াচ্ছে, ওরাই নাকি INDIA জোট। শুনুন, সিপিএমের বড় বন্ধু বিজেপি, আর বিজেপির সব থেকে বড় বন্ধু এই বামেরা। নাহলে বাম ভোট যায় কী করে রামের ঝুলিতে। সিপিএমের অত্যাচার দেখেছি, আপনারাও দেখেছেন। ভুলে গেলেন সেই সব দিনের কথা? এই সিপিএমের সঙ্গে একসঙ্গে মিলে লড়াই করা সম্ভব নয়। এখানকার প্রদেশ কংগ্রেসের সভাপতি কী কংগ্রেসী? উনি তো বিজেপির। তাই মালদায় একটিও ভোট কংগ্রেসকে নয়। এই যে বাংলার প্রতি কেন্দ্রের এত বঞ্চনা, একদিনও প্রদেশে কংগ্রেসের কেউ কিছু বলেছে? তবুও বাংলার জন্য দিনরাত এক করে লড়াই করছে তৃণমূল। তাই তো বলছি, মালদায় এবার তৃণমূলকে লোকসভার আসন দিন। আমরাই INDIA জোটকে সঙ্গে নিয়ে দেশের ক্ষমতা থেকে মোদিকে তাড়াবো, বিজেপিকে উৎখাত করবো। NRC, ক্যা কোনও কিছুই আমরা লাগু হতে দেব না।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বোমা-গুলি-রক্ত ছাড়াই নির্বিঘ্নের ভোট ব্যারাকপুর, মুচকি হাসছেন পার্থ, হারের আভাস পাচ্ছেন অর্জুন

চন্দ্রকোনা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর বেধড়ক লাঠিচার্জ, রেহাই পেলেন না নাবালক, শিশু সহ গ্রামের মানুষ

ব্যারাকপুরে দিনভর অর্জুন সিংকে ঘিরে কোথাও বিক্ষোভ, কোথাও গো -ব্যাক স্লোগান

জামুরিয়াতে আম গাছ থেকে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

শ্রীরামপুরে দিল্লি রোডের ধারে বস্ত্রের গুদামে ভয়ঙ্কর আগুন, ঘটনাস্থলে একাধিক দমকল ইঞ্জিন

জাঙ্গিপাড়া থেকে কেন্দ্রীয় বাহিনীর পুরো টিমকে সরানো হয়েছে : মুখ্য নির্বাচনী আধিকারিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর