এই মুহূর্তে




আই সি ডি এসের সুপারভাইজার পদে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, ধৃত ২

নিজস্ব প্রতিনিধি, বিধান নগর: আইসিডিএসে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার ঘটনায় গ্রেফতার হল দুজন। মুর্শিদাবাদ থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম মুস্তাক আহমেদ মিলন ও আব্দুস সাহিল মণ্ডল। তাদের বিরুদ্ধে অভিযোগ হল তারা সুপারভাইজারের চাকরি দেবে বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আইসিডিএস(ICDS) এর জাল নিয়োগপত্র চাকরি প্রার্থীদের দিয়েছিলেন। এই প্রতারণার ঘটনা তদন্তে নেমে জলঙ্গি থেকে বিধাননগর উত্তর থানার(Bidhannagar North P.S.) পুলিশ দুই প্রতারককে গ্রেফতার করে। ধৃত মুস্তাক স্থানীয় শাসকদলের নেতা। একসময় তিনি তৃণমূলের সভাপতি পদে ছিলেন। যদিও বর্তমানে তার সঙ্গে শাসকদলের কোন যোগাযোগ নেই বলে দাবি করা হয়েছে। বিধান নগর উত্তর থানা গত ১৮ আগস্ট আইসিডিএস এর তরফে ভাস্কর ঘোষের কাছ থেকে লিখিত অভিযোগ পায়।

ওই অভিযোগ পত্রে উল্লেখ ছিল অমিত বাসুলি আশীষ পুস্তি মুস্তাক আহমেদ এরা প্রতারিত হয়েছেন। জনৈক্য নদিয়া জেলার রিপন মণ্ডলের কাছ থেকেও একটি অভিযোগ পত্র আছে। তাতে উল্লেখ করা হয়, রিপনে স্ত্রী শবনম ওস্তারিকের কাছ থেকে সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হবে বলে ১ লক্ষ ৩৪ হাজার ৭০০ টাকা প্রতারকরা নিয়েছে। দফায় দফায় এই টাকা বিভিন্ন ইউপিআই(UPI) আইডির মাধ্যমে প্রতারকরা সংগ্রহ করেছে। এরপর প্রতারকরা স্পিড পোষ্টে এবং ইমেইলে জাল নিয়োগপত্র পাঠিয়ে দেয়। যাতে তার স্ত্রীর রাজারহাটে আইসিডিএস – এর সুপারভাইজার পদে যোগদানের উল্লেখ ছিল।

এই নিয়োগপত্র পুরোপুরি জাল। তদন্তে নেমে পুলিশ তা জানতে পারে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩১৯ (২) ,৩১৬ (২), ৩১৮(৪), ৩৩৬ (২) ৩৩৮ এবং ৩৪০ (২) ধারায় মামলা রুজু করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই মিলন এবং তার সহযোগীকে গ্রেফতার করেছে বিধান নগর উত্তর থানার পুলিশ। এই চক্রে আর কারা যুক্ত আছে এবং আর কাদের তারা প্রতারিত করেছে এই ধরনের জাল নিয়োগপত্র দিয়ে তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে আদালতে পেশ করে তদন্ত দ্রুত গতিতে এগোনোর পদক্ষেপ গ্রহণ করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ