এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

শনিবার রাত ২টো পর্যন্ত হাওড়ার একাধিক এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ

নিজস্ব প্রতিনিধি, হাওড়া : এবার অশান্তি রুখতে প্রশাসনের কড়া পদক্ষেপ।হাওড়ার বেশ কিছু জায়গায় বন্ধ ইন্টারনেট (Internet)পরিষেবা।শিবপুরের ঘটনায় শনিবার সকাল থেকেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।এদিকে যাতে কোনও ভাবেই অশান্তি আবার ছড়িয়ে না পড়ে সেজন্য হাওড়া ও উত্তর ২৪ পরগনা জেলার কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। শনিবার সকাল থেকেই স্বাভাবিক ছন্দেই দেখা গিয়েছে জিটি রোডকে। প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ পিকেট দেখা যায়। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।এদিকে যাতে নতুন করে কোনও অশান্তির ঘটনা না ঘটে সেজন্য হাওড়া জেলাশাসকের(DM) পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।যেখানে বলা হয়েছে শুক্রবার থেকে শনিবার রাত ২টো পর্যন্ত হাওড়ার কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে।

এই নির্দেশিকায় এমটিএস, ভোডাফোন, রিলায়েন্স জিও, আইডিয়া, টাটা টেলি সার্ভিসেস,এয়ারলেস, আরএসএনএল, আলিয়ান্স ব্রডব্যান্ড,মন্থন ব্রডব্যান্ড সার্ভিস,ডিজি কেবল, হাথওয়ে কেবল,সিটি কেবল,টিজিএল, কেসিবিপিএল,টাটা স্কাই, ডিশ টিভি, ভারতি এয়ারটেল, ইউশনেট সহ অন্যান্য ইন্টারনেটদাতা সংস্থার কথা উল্লেখ করে জানানো হয়েছে। এই নির্দিষ্ট সময়ের জন্য তাদের পরিষেবা বন্ধ রাখা হবে। কোনও ভাবেই যাতে হিংসার কোনও ঘটনা না ছড়িয়ে পড়ে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্যই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

শিবপুরে ঘটনায় রাজ্যপালকে(Govonor) ফোন অমিত শাহের। কড়া বিবৃতি প্রকাশ রাজভবনের। ইন্টারনেটের মাধ্যমে ভুয়ো খবর ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে অনেকে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে।এর ফলে পরিস্থিতির উপর প্রভাব পড়তে পারে। আইন-শৃঙ্খলার পরিস্থিতির অবনতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হাওড়ার বিভিন্ন প্রান্তে গণপরিষেবা ব্যহত করার চেষ্টাা করা হচ্ছে। এই যাবতীয় পরিস্থিতি ঠেকানোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে।

নির্দেশিকাতে আরও বলা হয়েছে,এর জন্য কোনও ফোন কল বা মেসেজ পাঠাতে সমস্যা হবে না।এক্ষেত্রে কয়েকটি জায়গার কথা নির্দেশিকাতে উল্লেখ রয়েছে, যেমন শিবপুর, এজেসি বোস বি গার্ডেন, দাসনগর, সাঁতরাগাছি,সালকিয়া, জগাছা থানার বিভিন্ন এলাকা এবং মালিপাঁচঘড়ার বিভিন্ন এলাকাতে ইন্টারনেটের পরিষেবার ওপর নিয়ন্ত্রণ আনা হয়েছে। গতকাল উত্তেজনা প্রবণ এলাকা পরিদর্শন করছেন হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা। এলাকায় চলছে স্পেশাল ফোর্সের মোটর বাইকে টহলদারি।
এদিকে মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি(DIG) রশিদ মুনির খান বলেন, শনিবার পরিস্থিতি স্বাভাবিক। দোকানপাঠ খোলা।আমরা পেট্রলিং করছি। পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। মানুষকে বোঝানো হচ্ছে। এই ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি সরগরম হয়েছে। তবে আপাতত স্বাভাবিক ছন্দে ফিরছে হাওড়া। শনিবার হাওড়ায় তদন্তে যান সিআইডি অফিসাররা। সঙ্গে ছিলেন সিআইডির নিজস্ব ফটোগ্রাফাররা ।একইসঙ্গে এলাকা পরিদর্শন করে ফরেনসিক টিম।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নদিয়ায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনাই মৃত্যু হল এক যুবকের, শোকের ছায়া পরিবারে

অনলাইন প্রতারণা চক্রের ৬ ব্যাক্তিকে গ্রেফতার করল শান্তিপুর থানা

কাঁচালঙ্কা চিবিয়ে খান, বেটে মুখে মাখেন, নদিয়ার শেখর সিকদারের কীর্তিতে হতবাক সকলে

এক ফোঁটা বৃষ্টির জন্য নামাজ পড়ার মধ্যে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা

আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন শাহজাহান?

সন্দেশখালিতে এনএসজিকে ডেকে রোবট এনে হাত বোমা উদ্ধার করল সিবিআই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর