এই মুহূর্তে




পুর নিয়োগ দুর্নীতি মামলা: সল্টলেক সহ শহরের একাধিক জায়গায় তল্লাশি ইডির

নিজস্ব প্রতিনিধি : পুর নিয়োগ দুর্নীতি মামলায় সল্টলেক সহ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি (ED)। শুক্রবার সকালে শহরের ১০ জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। তদন্তে নেমে ইডি সল্টলেক, নাগেরবাজার, দমদম সহ একাধিক জায়গায় অভিযান শুরু করেছে।

জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এদিন অভিযান চালায় ইডি আধিকারিকরা। লেকটাউন শ্রীভূমি লেক ভিউ অ্যাপার্টমেন্টের একতলায় হানা দেয় ইডি। পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। ঠনঠনিয়া, শরৎ বোস রোড ও নিউ আলিপুরেও তল্লাশি চলছে। পুজো কাটতে না কাটতেই ফের অ্যাকশন শুরু হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। এদিন সকালে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অভিযানে নেমেছে ইডি। প্রথমেই নাগেরবাজারে পৌঁছে যায়। নাগের বাজারের শোভনা অ্যাপার্টমেন্টে হানা দেয়। প্রথমে কোনও সাড়া মেলেনি। পরে দরজা খুলতেই প্রবেশ করে ইডি আধিকারিকরা। চলছে জিজ্ঞাসাবাদ।

জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের মালিক দীপক দের বাড়িতে অভিযান চালায় ইডি।  অত্যন্ত প্রভাবশালী বলে পরিচিত তিনিবেসরকারি স্কুলের মালিকানার পাশাপাশি প্রোমোটিং, বিল্ডার্সের ব্যবসাও রয়েছে তাঁর। জানা গিয়েছে, আর্থিক তছরুপ সংক্রান্ত মামলার তদন্তেই ইডির অভিযান। চলছে জিজ্ঞাসাবাদও। পাশাপাশি, নিউ আলিপুরেও চলছে অভিযান। অমিত আগরওয়াল নামে হাইকোর্টের আইনজীবীর বাড়িতেও ইডি তল্লাশি চালিয়েছে।  গিরিশ পার্ক থানা এলাকার ৮এ সরকার লেনেও চলছে ইডি তল্লাশি। সকাল থেকে সব জায়গায় আলাদা আলাদা টিম নিয়ে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। বাইরে পাহাড়ায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিনে গরম রাতে শীত, প্রকৃতির খামখেয়ালিপনা, সুস্থ থাকতে চিকিৎসকদের পরামর্শ কী, জেনে নিন

ভোটারদের মতামত জানতে নিজের বিধানসভায় জনবাক্স বসালেন পার্থ চট্টোপাধ্যায়

সুকান্ত মজুমদারকে ‘কান কাটা খলিল’বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

SIR আবহে তপ্ত ঠাকুর বাড়ি, একদিকে আমরণ অনশন অপরদিকে CAA তে আবেদনের পাল্টা প্রচার ক্যাম্প

২২ জন দরিদ্র যুবক-যুবতীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করল গণবিবাহের ছাদনাতলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ