এই মুহূর্তে




কারা মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে সাত দিনের হেফাজতে চাইল ইডি

নিজস্ব প্রতিনিধি,  কলকাতা: বিশেষ ইডি আদালতে আজ(শনিবার) শুরু কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের মামালার শুনানি।  শুরুতেই ইডি আবেদন জানান রাজ্যের কারামন্ত্রীকে ৭ দিনের হেফাজতে নেওয়ার। পাশাপাশি  বিশেষ ইডি আদালতে  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানান কেন গত বছর মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধারের পরও তাঁকে গ্রেফতার করা হয়নি। জেল নাকি হবে জামিন আজই নির্ধারিত হবে চন্দ্রনাথের ভাগ্য।

শনিবার আদালতে ইডির আইনজীবীর অভিযোগ,  মন্ত্রীর কাছে যেসব নথি আগে চাওয়া হয়েছিল, সেগুলো তিনি ইচ্ছে করে  দেননি। তবে চার্জশিট জমা পড়ার কয়েকঘণ্টা পরই সেগুলি পাঠিয়ে দেন।  চন্দ্রনাথকে হেফাজতে চাওয়ার কারণ হিসেবে ইডির আইনজীবী বলেছেন, উনি খুবই প্রভাবশালী, বারবার নোটিস পাঠিয়ে যে তথ্য মেলেনা সেটা উনি একদিনের মধ্যে দিতে পারেন। গ্রেফতার না করার প্রসঙ্গে ইডির আইনজীবী জানিয়েছেন উপযুক্ত তথ্যপ্রমাণের অপেক্ষা করা হচ্ছিল। যদি আগেই চন্দ্রনাথকে গ্রেফতার করা হত তাহলে এর সঙ্গে যুক্ত বাকিরা সতর্ক হয়ে যেতেন। দুর্নীতির সঙ্গে আরও বড় যোগ রয়েছে বলে অনুমান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের ।তাঁর  বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জশিট পেশ করা হয়েছে। চার্জশিটে ED-র দাবি  মন্ত্রী প্রায় ১৩ কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেন করেছেন। গত ১৬ সেপ্টেম্বর আদালতে ইডি তাঁর জমি সংক্রান্ত নতুন তথ্য় পেশ করে ।  বোলপুরের জমির ব্য়াপারে গুরুত্বপূর্ণ তথ্য় রয়েছে বলেই আদালতে জানায় ED-র আইনজীবী । সেই ঘটনার পরেই শুক্রবার বীরভূমের পাইকর কিষাণ মান্ডিতে পৌঁছে তল্লাশি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর নামে কত জমি রয়েছে? কীভাবে সেই জমি কেনা হয়েছিল? কত সালে কেনা হয়? কী চাষ হয় জমিতে? জমি বিক্রি করেই বা আয় কত হয়েছে ED অফিসাররা সবটাই জানার চেষ্টা করছেন।

 

 

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুখেই শুধু বাংলাকে ভালবাসার কথা, পুজোর মধ্যেই পরীক্ষা ফেলল শাহের স্বরাষ্ট্রমন্ত্রক

হারাতে বসেছে কলকাতার দ্বিতীয় বারোয়ারি পুজোর ঐতিহ্য, নেতাজি এসেছিলেন এই মণ্ডপে

কুড়মি সমাজের রেল অবরোধের ডাক, অন্য কিছু হলে প্রস্তুত পুলিশ, জানিয়ে দিলেন জাভেদ সামিম

বেহালার একাধিক রাস্তা সরেজমিনে পরিদর্শন মেয়রের, রাতে ঘুরবেন কলকাতায়

মহালয় থেকেই দুর্যোগ শুরু বঙ্গে, নবমীর রাত থেকে দক্ষিণে বাড়বে ঝড়-বৃষ্টি

পিকনিক গার্ডেনের ৩৯ পল্লীর এবারের থিম ‘আমরাও পারি’, মণ্ডপ সাজাচ্ছেন বিশেষ সক্ষমরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ