এই মুহূর্তে




রাজ্যে কত লক্ষ্মীর ভান্ডার? খরচ কত? বিধানসভায় জানাল রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের মহিলাদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের আর্থিক সচ্ছলতার কথা ভেবে হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মমতা সরকার। সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা উঠে এসেছে বিধানসভা।

গত সোমবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হয়েছে বাদল অধিবেশন। সেখানেই লক্ষ্মীর ভান্ডার কতজন পাচ্ছেন বিষয়টি উঠে আসে। এই প্রকল্পটি চালাতে রাজ্য সরকারের খরচের খতিয়ানও তুলে ধরা হয়েছে। শুক্রবার বিধানসভায় এই প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে রাজ্যের নারী ও শিশু সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, ২০২৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় সুবিধা নিতে পেরেছেন। প্রকল্পটি সফল করতে ৪৮ হাজার ৯৭২ কোটি টাকা খরচ হয়েছে।

২৫ বছর বয়সী থেকে ৬০ বছর হওয়ার আগে পর্যন্ত সকল মহিলারাই এই প্রকল্পে আবেদন জানাতে পারেন। ৬০ বছর হয়ে গেলে সরাসরি তা বার্ধক্য ভাতায় স্থানান্তরিত হয়ে যায়। মন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত ৬ লক্ষ ৪ হাজার ৮৩৭ জনকে লক্ষ্মীর ভান্ডার-র পরিবর্তে বার্ধক্য ভাতায় টাকা পাচ্ছেন।

লক্ষ্মীর ভান্ডার ও বার্ধক্য ভাতার পাশাপাশি আরও একাধিক বিষয়ে এদিন বিধানসভায় আলোচনা হয়েছে। বিধানসভায় আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের প্রশ্ন ছিল, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন কবে হবে? জবাবে আইনমন্ত্রী মলয় ঘটক জানান, আগামী ১২ জুলাই উদ্বোধন হতে পারে। ওই উদ্বোধনে হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রী।

ক্রেতাসুরক্ষা নিয়ে জবাব দিয়েছেন রাজ্যের উপভোক্তা বিষয়ক বিভাগ মন্ত্রী বিপ্লব মিত্র। তিনি জানান, ২০২২-২৩ আর্থিক বছরে এই ক্ষেত্রে জরিমানা বাবদ ২ কোটি ১৩ লক্ষ ৪ হাজার ৮৮০ টাকা গ্রহণ করা হয়েছে। একাধিক মামলারও সমাধান হয়েছে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর হাতে বন্দি কাকদ্বীপের ১৪ ম‍ৎস্যজীবী

বন্যাবিধ্বস্ত গ্রামে ত্রাণ হাতে পৌঁছালেন মন্ত্রী, দিলেন আশ্বাস

দার্জিলিঙে বসে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মমতা, সেই বাড়ি পুড়ে ছাই

দুর্গাপুরে কালীপুজোয় এবারের থিম জৈন মন্দির, চোখের সামনে ভেসে উঠবে কালাপানির অত্যাচার

সাঁইথিয়ায় বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী কে? ঘোষণা করে দিলেন কেষ্ট

পদ্ম রাজ্যে সন্ত্রাসের শিকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার হিড়িক, আবেদন ছাড়াল ৭৫ হাজার, শুরু বাছাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ