এই মুহূর্তে




নব নির্মিত উডবার্ন-২ ভবনে চিকিৎসায় কত খরচ? জানাল স্বাস্থ্যভবন

নিজস্ব প্রতিনিধি: সেপ্টেম্বর মাসে এসএসকেএমে উডবার্ণ ২-র উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেখানে চিকিৎসা করাতে গেলে কত খরচ হবে তা বিজ্ঞপ্তি দিয়ে জানাল স্বাস্থ্যভবন। সেখানে প্রাইভেট কেবিন থেকে শুরু করে এইচডিইউ, আইসিইউতে কত খরচ হবে তা জানানো হয়েছে। স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে সব খরচের হিসেব জানানো হয়েছে। সেপ্টেম্বরে এই ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, যেকোনও বেসরকারি হাসপাতালকে টেক্কা দেবে এই ওয়ার্ড। এই ভবন তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৬৬কোটি ৬৩ লক্ষ টাকা।

জানা গিয়েছে, ১১ তলা বিল্ডিংয়ে থাকছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে ২ ধরনের প্রাইভেট কেবিন। সাধারণ কেবিনে খরচ দৈনিক ৫ হাজার টাকা। রয়েছে ডিল্যাক্স কেবিন। সেখানে কেউ থআকতে চাইলে, তার খরচ হবে দৈনিক ৮ হাজার টাকা। HDU-তে খরচ হবে দৈনিক ১২ হাজার টাকা। পাশাপাশি বাইপ্যাপ ও ভেন্টিলেশনের আলাদা খরচ রয়েছে। কোনও রোগীর আইসিইফ-র প্রয়োজন হলে তার খরচ দৈনিক ১৫ হাজার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অলাভজনক মডেলে করা হয়েছে। এই রেট চার্জ থেকে আসা আয় থেকেই নতুন উজবার্ন ভবনের খরচ মেটানো হবে। সরকার এখানে আর্থিক ভরতুকি আর দেবে না বলে জানানো হয়েছে। এখানে থাকবে প্রাইভেট ওপিডি ক্লিনিক। বেলা ৩টের পরে এখানে সরকারি হাসপাতালের চিকিৎসকরাই দেখবেন। তারজন্য খরচ রয়েছে। চিকিৎসকদের ৩৫০ টাকা ভিজিট হিসেবে ধরা হয়েছে। যিনি দেখছেন তিনি পাবেন ৩০০ টাকা। ৫০ টাকা যাবে হাসপাতালের তহবিলে।

উল্লেখ্য, আগে উডবার্ন ভবনে ৩ ধরনের কেবিনের খরচ ছিল । ২০০০, ২৫০০, ৪০০০ টাকা। নতুন উডবার্নের দাম বৃদ্ধি পেয়েছে। এই ভবনে ১৩১টি বেডের ব্যবস্থা করা হয়েছে। সকলের জন্য সমান ভাড়া। উডবার্ন ২ ওয়ার্ডে ১০২ কেবিন ও ৮টি স্যুটের ব্যবস্থা করা হচ্ছে। এখানে এবার থেকে পাওয়া যাবে রোবটিক সার্জিক্যাল সিস্টেমের সুবিধা। এসএসকেএমের এই ভবনের নাম দেওয়া হয়েছে অনন্য ভবন। এটি জটিল অপারেশন করানোর জন্য বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর হাতে বন্দি কাকদ্বীপের ১৪ ম‍ৎস্যজীবী

বন্যাবিধ্বস্ত গ্রামে ত্রাণ হাতে পৌঁছালেন মন্ত্রী, দিলেন আশ্বাস

দার্জিলিঙে বসে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মমতা, সেই বাড়ি পুড়ে ছাই

দুর্গাপুরে কালীপুজোয় এবারের থিম জৈন মন্দির, চোখের সামনে ভেসে উঠবে কালাপানির অত্যাচার

সাঁইথিয়ায় বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী কে? ঘোষণা করে দিলেন কেষ্ট

পদ্ম রাজ্যে সন্ত্রাসের শিকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার হিড়িক, আবেদন ছাড়াল ৭৫ হাজার, শুরু বাছাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ