এই মুহূর্তে

আরও জাঁকিয়ে ঠাণ্ডা? একধাক্কায় ৩ ডিগ্রি পারা পতনের সম্ভাবনা, কোথায় কত তাপমাত্রা?

নিজস্ব প্রতিনিধি : সাময়িক বিরতি দিয়ে সমহিমায় ফিরছে শীত। সংক্রান্তির আগে জমিয়ে ব্যটিং করতে প্রস্তুত সে। বড়দিন, বর্ষবরণে জাঁকিয়ে শীত অনুভূত হয়েছে বঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝা সাময়িক বিরতি দিলেও এবার ফের ফিরছে আরও শক্তি নিয়ে। বিগত কয়েকদিনে তাপমাত্রা উর্দ্ধমুখী হলেও ঠাণ্ডা টের পেয়েছে বঙ্গবাসী। মঙ্গলবার থেকেই তাপমাত্রা নামতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির কাছে।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিনে একধাক্কায় ৩ ডিগ্রি নামতে পারে পারদ। ফলে পারদ থাকতে পারে ১১ থেকে ১২ ডিগ্রির ঘরে। পশ্চিমের জেলায় তাপামাত্রা থাকবে আরও নিচে। আগামী পাঁচ দিন সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি কম থাকবে। গত সপ্তাহে তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে। তারপর থেকে তাপমাত্রা চড়তে শুরু করেছে। কিন্তু সংক্রান্তির আগে ফের জাঁকিয়ে শীত পরার পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে তাপমাত্রা নামতে শুরু করবে। ফলে আরও জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে চলেছে। জানুয়ারির শুরুতেই তাপমাত্রা বাড়তে শুরু করলে অনেকেই মন খারাপ করছিলেন। ভাবছিলেন, শীত হয়ত বিদায় নিল। কিন্তপ সেি ভাবনাকে ভুল করে আরও শক্তি নিয়ে আসতে চলেছে ঠাণ্ডা। তবে রবিবার কলকাতার তাপমাত্রা একটু ওপরের দিকেই থাকবে। শনিবার ছিল ১৪ ডিগ্রি। রবিবার সেই তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির ঘরে।সোমবার থেকেই নামতে শুরু করেছে।

তাপমাত্রা বৃদ্ধির পরেও কেন এমন হাড়কাঁপুনি ঠান্ডা পড়ল? এ বিষয়ে হাওয়া অফিস জানিয়েছে, মেঘের কারণে এমন ঠান্ডা। রবিবারের মতো সোমবার সকালেও কলকাতা ও শহরতলির আকাশ মেঘলা। ওঠেনি রোদ। সেই কারণেই ঠান্ডা বেড়েছে। সকাল থেকেই অনেক জায়গা কুয়াশাচ্ছন্ন। বেলা গড়াতেও একই চিত্র রয়েছে। সেই কারণেই ঠান্ডা তীব্র ব্যাটিং করছে। রোদ উঠলেও এমন পরিস্থিতি থাকত না বলে মতামত বিশেষজ্ঞদের।  উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস দিয়েছে আলিপুর। উত্তরবঙ্গের জেলাগুলি ঘন কুয়াশাচ্ছন্ন থাকবে। কুয়াশার কারণে দৃশ্যমানতা ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। আর এই ঠান্ডায় দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুর দুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হবে না। কিন্তু ঘন কুয়াশাচ্ছন্ন থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিধানসভায় কত আসন পাবে তৃণমূল জানিয়ে দিলেন অভিষেক

বীরভূমে ১১ টি আসন চাই , অনুব্রত-কাজল শেখদের টার্গেট বেঁধে দিলেন অভিষেক

বেলডাঙায় কনকনে শীতের দুপুরে অর্ধশত ঘুঘু উড়ল মুক্ত নীল আকাশে

কালিয়াচকে দিনে দুপুরে চলল গুলি, আহত তৃণমূল কর্মী এবং তাঁর ছেলে সহ ২

হেমন্ত সোরেনের হেলিকপ্টারে রামপুরহাটে গেলেন অভিষেক

অভিষেকের কপ্টারে অনুমতি নিয়ে বিভ্রান্তি, ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ