এই মুহূর্তে




মমতার এসআইআর ফর্ম নেওয়া নিয়ে ‘ভুয়ো খবর’ ছড়ানোর পিছনে বড় ষড়যন্ত্র!

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকায় ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ চালানোর নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না বলে তিনিই প্রথম গর্জে উঠেছিলেন। অথচ সেই তিনিই অর্থা‍ৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে এসআইআর ফর্ম নিয়েছেন বলে বুধবার রাতেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল খবর। তাতে খানিকটা হলেও হতচকিত হয়ে পড়েছিলেন রাজ্যের ভোটাররা। বৃহস্পতিবার সকালেই অবশ্য দাবানলের মতো ছড়িয়ে পড়া খবরকে ‘ভুয়ো’ বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন ‘যতক্ষণ না বাংলার সব মানুষ ফর্ম ফিলাপ করবেন, আমিও করব না।’ এর পরেই প্রশ্ন উঠেছে, তাহলে কি মুখ্যমন্ত্রীর নিজের হাতে এসআইআর ফর্ম নেওয়ার খবর রটিয়ে দেওয়া কোনও বৃহত্তর ষড়যন্ত্রের অংশ? সূত্রের খবর, ‘ওই মিথ্যা খবর রটানোর পিছনে মুখ্য নির্বাচনী আধিকারিকের এক ‘বিজেপি বান্ধব’ কর্তা রয়েছেন।’ যিনি মমতার বাড়িতে গিয়ে এসআইআর ফর্ম মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন বলে খবর রটানো হয়েছিল সেই অমিত কুমার রায় অবশ্য ‘রহস্যজনকভাবেই’ মুখে কুলুপ এঁটে রয়েছেন। ফলে ষড়যন্ত্রের তত্ত্ব আরও গভীর হচ্ছে। তাঁকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জোরালো হয়ে উঠেছে।

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের হরিশ মুখার্জি রোডের মিত্র ইনস্টিটিউশন স্কুলের ৭৭ নম্বর বুথের ভোটার তালিকায় নাম রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের সদস্যদের। বুধবার বিএলওদের একটি সংগঠনের তরফে প্রেস বিবৃতিতে মুখ্যমন্ত্রীর নিজের হাতে এসআইআর ফর্ম নেওয়ার খবর জানানো হয়। আর তা দাবানলের মতো ছড়িয়ে পড়তে থাকে। ভুলবশত আমরাও সেটি প্রকাশ করি। পরে জানা যায়, সেটি ভুয়ো প্রেস বিবৃতি৷ একটি মহল থেকে ইচ্ছাকৃতভাবে তা ছড়ানো হয়েছিল৷ খোদ মুখ্যমন্ত্রীর নিজের হাতে এসআইআর ফর্ম নেওয়ার বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। ওই খবরের জেরে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে নিজের হ্যান্ডলে এক পোস্টে ওই ভুয়ো খবর নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। তাতে তিনি লেখেন ‘গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে – রেসিডেন্সের ক’জন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন। যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না। বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করেছে যে, ‘আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে BLO-র কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি!’ এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার থেকে কামারহাটি ‘বাংলা বাঁচাও যাত্রা’র ডাক বামেদের

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু, বঙ্গবিভূষণে সম্মানিত শত্রুঘ্ন সিনহা, আরতি মুখোপাধ্যায়

নতুন ‘ধাপা’ তৈরির জমির জন্য দ্বিতীয় দফার ক্ষতিপূরণের চেক বিলি শুরু কৃষকদের

OBC মামলা আপাতত শুনতে পারবে না কলকাতা হাইকোর্ট, জানিয়ে দিল সুপ্রিমকোর্ট

বিএলওদের নিরাপত্তা নিয়ে কোনও নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট

জতুগৃহ অফিসপাড়া, আগুনকে নিয়ন্ত্রণে আনতে যুদ্ধ দমকলবাহিনীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ