এই মুহূর্তে




অভিষেকের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকে শোভনের, সঙ্গী বান্ধবী বৈশাখী

নিজস্ব প্রতিনিধি: তৃতীয়ার বিকেলে যখন পুজোমণ্ডপগুলিতে থিকথিকে ভিড়, উ‍ৎসবের মেজাজে মাতোয়ারা শহরবাসী ঠিক তখন ক্যাম্যাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে হাজির হলেন কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়(Sovan Chattapadhay)। সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়(Baisakhi Bandopadhay)। তৃণমূল কংগ্রেসে ফিরতে আগ্রহী তিনি? প্রশ্নের উত্তরে নিজেই জানিয়েছেন দল যে কাজে লাগাবে তিনি আগ্রহী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের((Abhisekh Bandopadhay) সঙ্গে বৈঠক করে বাইরে বেরিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শোভন চট্টোপাধ্যায় বলেন, দেখা করলাম। শারদ উৎসবের প্রাক্কালে দীর্ঘক্ষণ ধরে মুখোমুখি সাক্ষাৎ হল। মতের আদান প্রদান হল। আমি খুব মুগ্ধ। বৈশাখীও সঙ্গে ছিলেন। গত বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তার কয়েক মাসের মধ্যেই তার মহোভঙ্গ হয়। তৃণমূলে। ফিরতে চেয়েছিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে ভাই ফোঁটা নিয়েছিলেন। দলনেত্রী চাইলে তিনি আবার দলে ফিরে কাজ করতে চান বলেও জানিয়েছিলেন। কিন্তু তার দলে ফেরা হয়নি। দীর্ঘদিন ধরে শোভন চট্টোপাধ্যায় রাজনৈতিক ব্যানারহীন হয়ে ঘোরাঘুরি করছেন এদিক-ওদিকে। তবে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে নিমন্ত্রণ পেয়ে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং তার মেয়েকে নিয়ে সেখানে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। দীর্ঘদিন চুপচাপ থাকার পর এবার অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বৈঠক করার পর শোভন চট্টোপাধ্যায়ের মত হল, অভিষেকের তরফে তিনি ইতিবাচক সংকেত পেয়েছেন।

এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন অভিষেক। তবে শোভন চট্টোপাধ্যায়ের এখন একটাই উদ্দেশ্য যেনতেন প্রকারে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে যে কাজ তাকে দেবেন, তিনি করে নিজের যোগ্যতা প্রমাণ করবেন। অপেক্ষা এখন দল নেত্রীর তরফে চূড়ান্ত ঘোষণার। দীর্ঘদিন কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ না দেওয়া শোভন একপ্রকার উদগ্রীব হয়ে পড়েছেন আগামী বিধানসভা নির্বাচনের আগে কাজে নামতে। অপেক্ষায় এখন কবে তার ডাক আসে ঘাসফুল শিবির থেকে। আবার ঘরের ছেলে কবে ঘরে ফিরে তৃণমূলের মঞ্চ থেকে গর্জে উঠবেন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার প্রস্তাবে সাড়া, কলকাতায় বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে ৫ লক্ষ করে আর্থিক সাহায্য সিইএসসির

তৃতীয়াতে অসুর বৃষ্টি, কলকাতা সহ একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি

‘আপনারাই আসল একান্নবর্তী পরিবার’, নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকদের বললেন মমতা

পঞ্চমীতে ভারী বর্ষণের সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে, কলকাতাতেও হবে বৃষ্টি

‘ভূতের মতো খেটে বেরাই, গালাগালিও সবচেয়ে বেশি খাই’, যন্ত্রণার কথা শোনালেন মমতা

চতুর্থীতে চেতলা অগ্রণীর মণ্ডপে অগ্নিকাণ্ড, বন্ধ করে দেওয়া হল জনসাধারণের প্রবেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ