এই মুহূর্তে




জগদ্ধাত্রী পুজো নিয়ে কৃষ্ণনগর ও চন্দননগরে লড়াই জারি ডিজিটালে

নিজস্ব প্রতিনিধিঃ জগদ্ধাত্রী রূপে এসেছেন মা। দুর্গাপুজো, কালীপুজো কাটিয়ে এবার জগদ্ধাত্রী পুজো। এই পুজোর মানেই চন্দননগর বা কৃষ্ণনগর। এইসময় ভিড় বাড়ে চন্দননগর ও কৃষ্ণনগরে। পুজো ঘিরে দুই জেলাতেই চলে ঠান্ডা লড়াই। একজন বলে আমায় দেখ, অন্যজন বলে আমায় দেখ। প্রতিমার সাজসজ্জা, থিম, মণ্ডপসজ্জা, ভাবনা সবটাই একে অপরকে টেক্কা দিয়ে চলেছে। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে লড়াই যেমন চলে মণ্ডপে মণ্ডপে। তেমন লড়াই জারি রয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ছবি ও ভিডিওর মাধ্যমে নিজের এলাকার পুজো সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন অনেকেই। এর পাশাপাশি বাক্যবাণে বিদ্ধ করেছেন নেটিজেনরা। এককথায় ডিজিটাল যুদ্ধে নেমেছে তাঁরা। সকলেই নিজের এলাকার পুজোকে সকলের সামনে শ্রেষ্ঠ প্রমাণ করতে চায়। অন্যের পুজো থেকে নিজেদের পুজোকে এগিয়ে রাখতে চায়। সোশ্যাল মিডিয়া এখন লড়াইয়ের ময়দান হয়ে উঠেছে। জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল কৃষ্ণনগরে। সেই পুজো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে অন্যত্র। চন্দননগর, মানকুণ্ডুতেও জাঁকজমকভাবে পুজোর আয়োজন করা হয়। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোকে নিয়ে তৈরি হওয়া বহু ফেসবুক পেজে এই শহরের বিভিন্ন পুজোকে তুলে ধরা হচ্ছে। শহরবাসী ও জেলা মানুষের পাশাপাশি বাইরের মানুষের কাছে ও প্রশ্ন না করে জগদ্ধাত্রী পুজো খুঁটিনাটি তুলে ধরা হয়েছে।

কলকাতা কেন্দ্রিক পুজো বলতে কর্পোরেট ছোঁয়া লাগলেও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় এখনও সেই আঁচ পড়েনি। কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর জন্মভূমি হলেও চন্দননগরে এই পুজোর জাঁকজমক অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। বিগত কয়েক বছর ধরে কৃষ্ণনগর তার সঙ্গে পাল্লা দিচ্ছে। পুজোর জৌলুস বাড়ছে নিত্যনতুনভাবে। পুলিশও কৃষ্ণনগরের ঐতিহ্যকে ডিজিটালি তুলে ধরতে উৎসাহমূলক একটি প্রতিযোগিতার আয়োজন করেছে।
পঞ্চমী থেকেই জগদ্ধাত্রী পুজোর ভিড় শুরু হয়ে গিয়েছিল।

ষষ্ঠীতেও নেমেছে মানুষের ঢল। চন্দননগর, ভদ্রেশ্বর, মানকুন্ডু, কৃষ্ণনগরের সর্বত্রই একই ছবি। বিকেল হতে রাস্তা জুড়ে শুধুই কালো মাথা। রাজপথ থেকে গলি সব জায়গাতেই ভিড়। চন্দননগর, কৃষ্ণনগর সবজায়গায় জনস্ত্রোত দেখতে পাওয়া গিয়েছে। শুধু জেলার মানুষই নয়, জেলার বাইরে থেকেও বহু মানুষ ভিড় জমিয়েছেন। ৮-৮০ সকলেই ভিড় জমিয়েছেন। আজ মঙ্গলবার সপ্তমী। এদিনও সকাল থেকেই ভিড় দেখতে পাওয়া গিয়েছে মণ্ডপে মণ্ডপে। বেলা যত বাড়বে ভিড়ও তত বাড়বে বলে মনে করা হচ্ছে। থিম পুজোর পাশাপাশি ভিড় জমেছে সাবেক পুজো মণ্ডপেও। সেখানে গিয়েও অবাক করা ভিড় লক্ষ্য করা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

চার বছর আগে চলে যাওয়া গৃহবধূ ভোটার কার্ডের খোঁজে প্রাক্তন স্বামীর বাড়িতে, তারপর…

৫ দিন নিখোঁজ থাকার পর জলাশয়ে ভাসল শিশুকন্যার দেহ, শোকের ছায়া গ্রামে

‘ভোটে লড়ার জন্য টিকিট চাইনি’, ফের সরব দিলীপ ঘোষ

কলকাতা থেকে গ্রেফতার জাল নথি সহ আফগান নাগরিক

SIR প্রক্রিয়া সঠিকভাবে চলছে তো? জানতে রাজ্যে এলেন কমিশনের প্রতিনিধিরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ