এই মুহূর্তে




মালদা জেলার মহিলা পরিচালিত সবচেয়ে বড় দুর্গা প্রতিমার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি,মালদা: মালদা শহরের পুরাটুলি মহিলা দুর্গোৎসব কমিটির উদ্যোগে উত্তরবঙ্গ ক্রিড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাসের সহযোগিতায় বুধবার সন্ধ্যায় জেলার সবচেয়ে বড় দুর্গার উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্জ্বলন, নীল সাদা বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে মহিলা পরিচালিত দুর্গাপূজার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক(DM) নিতিন সিংহানিয়া, পুলিশ সুপার(SP) প্রদীপ কুমার যাদব, ইংরেজবাজার পৌর প্রধান(Chairman) কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, রতুয়ার বিধায়ক আব্দুল রহিম বক্সি, বঙ্গ রত্ন প্রাপ্ত শিক্ষাবিদ শক্তিপদ পাত্র, কাউন্সিলর ছবি দাস, কাকলি চৌধুরী এবং আফ্রিকা থেকে আগত দুই ফুটবলার সহ বিভিন্ন দফতরের আধিকারিক ও বিশিষ্ট জনেরা।

উদ্বোধন উপলক্ষে চিন্তামণি চমৎকার গার্লস হাই স্কুল প্রাঙ্গণে নাচ গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন খুদে শিল্প সহ বিশিষ্ট শিল্পীরাও অংশগ্রহণ করেন।এদিকে,শারদোৎসবের প্রাক্কালে জেলার নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার বার্তা দিলেন মালদা জেলা পুলিশ। বুধবার মালদা জেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে প্রকাশিত হল পুজো গাইড ম্যাপ–২০২৫।জেলাশাসক নীতিন সিংহানিয়া ও জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব যৌথভাবে এই গাইড ম্যাপের উদ্বোধন করেন। তাঁদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) সম্ভব জৈন, রাজ্যের উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য অতিথিরা।

গাইড ম্যাপ(Guide Map) প্রকাশের পর জেলা পুলিশ সুপার জানান, পুজোর দিনগুলিতে শহর ও গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক নিয়ন্ত্রণ, নজরদারি, ভিড় সামলানো, টহলদারি সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের এই প্রস্তুতি মূলত জেলার মানুষকে শান্তিপূর্ণ ও আনন্দঘন উৎসব উপহার দেওয়ার লক্ষ্যে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘আপনারাই আসল একান্নবর্তী পরিবার’, নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকদের বললেন মমতা

অভিষেকের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকে শোভনের, সঙ্গী বান্ধবী বৈশাখী

পঞ্চমীতে ভারী বর্ষণের সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে, কলকাতাতেও হবে বৃষ্টি

‘ভূতের মতো খেটে বেরাই, গালাগালিও সবচেয়ে বেশি খাই’, যন্ত্রণার কথা শোনালেন মমতা

চতুর্থীতে চেতলা অগ্রণীর মণ্ডপে অগ্নিকাণ্ড, বন্ধ করে দেওয়া হল জনসাধারণের প্রবেশ

বাংলায় বিধানসভা ভোট বৈতরণী পার হতে পোড়খাওয়া নেতাকে বাছলেন শাহ-নাড্ডা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ