এই মুহূর্তে




ছট পুজো উপলক্ষে মালদায় কড়া নজরদারি, স্পিডবোটে গঙ্গার ঘাট পরিদর্শনে জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, ইংরেজ বাজার: ছট পুজা উপলক্ষে দুই পুরসভা এলাকায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।ছট পুজোর আগের দিন জেলাশাসক(DM) নীতিন সিঙ্ঘানীয়া, জেলার পুলিশ সুপার (SP)প্রদীপ কুমার যাদব, মহকুমা শাসক সহ আধিকারিকেরা এদিন স্পিড বোর্ডে করে ইংরেজবাজারের মিশন ঘাট থেকে পুরাতন মালদার বাশামারী মহানন্দার ঘর পর্যন্ত পরিদর্শন করেন। যাতে কোন ভাবেই ছট পালনকারীদের কোনরূপ অসুবিধা না হয়, তা খতিয়ে দেখা হয়। ইতিমধ্যেই নিরাপত্তার কারণে থাকছে সিসিটিভি(CCTV), পুলিশ ও প্রশাসন।

এদিকে,আসন্ন ছট পূজা উপলক্ষে পুরাতন মালদা পৌরসভা(Malda Municipality) জুড়ে শুরু হয়েছে প্রস্তুতির শেষ মুহূর্তের তৎপরতা। রবিবার পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ নিজে ঘুরে দেখলেন পৌর এলাকার সমস্ত ২০টি ওয়ার্ডের ছট ঘাট।এদিন প্রতিটি ঘাটে গিয়ে তিনি ছট ব্রতিদের সুবিধার কথা মাথায় রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। ঘাট এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জা ও বিদ্যুতের ব্যবস্থা ,ঘাট ও সংলগ্ন অঞ্চল পরিষ্কার-পরিচ্ছন্ন ,ব্রতিনিদের জন্য পোশাক চেঞ্জিং রুম ,রাস্তাঘাট সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতা,নিরাপত্তার স্বার্থে জলের নির্দিষ্ট সীমা থাকবে ।জরুরি পরিস্থিতির জন্য ফাস্টএইড ব্যবস্থা সহ ,এবং আতশবাজি ফোটাতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে।

চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান,“ছট পুজা আমাদের এলাকার এক গুরুত্বপূর্ণ উৎসব। ব্রতনিদের যেন কোনও অসুবিধা না হয়, সেজন্য পৌরসভার পক্ষ থেকে সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।”এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পৌর প্রশাসনের একাধিক কর্মী ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। তাঁরা প্রত্যেকে ঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে সম্পন্ন হচ্ছে কি না তা খতিয়ে দেখেন।পুরাতন মালদা জুড়ে এখন ছট উৎসবের আমেজ। প্রশাসনও প্রস্তুত সোমবার ও মঙ্গলবার আগত ভক্ত ও ব্রতনিদের স্বাগত জানাতে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রকাশ্যে SIR এর ভিন্ন ছবি, গ্রামে ফিরে স্কুলপড়ুয়াদের খাওয়ালেন পরিযায়ী শ্রমিক

ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

হায় রে স্বার্থ! SIR শুরু হতেই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক সন্তানদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ