17ºc, Mist
Thursday, 2nd February, 2023 4:44 am
নিজস্ব প্রতিনিধি,মানিকচক: বাবাকে মেরে ফেলার অভিযোগ গুনধর ছেলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য মালদার (Malda) মানিকচক থানার অন্তর্গত নাজিরপুরের হরিপুর এলাকায়।জানা গেছে, মৃত ব্যক্তির নাম সত্যনারায়ণ মন্ডল(৮১)। বাবাকে শ্বাসরোধ করে খুন করেছে তার ছেলে অশোক মন্ডল ।এমনটাই অভিযোগ করেছেন সত্যনারায়ণ মন্ডলের অন্যান্য ছেলেরা। সত্যনারায়ণ মন্ডলকে ভুল বুঝিয়ে সমস্ত জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে অশোক মন্ডল বিরুদ্ধে।
এই ঘটনা অন্যান্য ছেলেরা জানতেই অশোক মন্ডল তার বাবাকে শ্বাসরোধ খুন করে বলে অভিযোগ। সত্যনারায়ণের অন্যান্য ছেলেদের অভিযোগ, তার বাবাকে গলা টিপে অথবা কিছু খাইয়ে মেরে ফেলেছে তাদের ভাই অশোক মন্ডল। ছেলেদের অভিযোগ তার বাবাকে মেরে ফেলার পর ভাইরা যেতে চাইলে দেখতে দেওয়া হয়নি। গ্রামবাসী ও প্রশাসনের সহযোগিতায় তারা বাবাকে গিয়ে দেখে বাবা মৃত অবস্থায় পড়ে রয়েছে। সোমবার রাতে মানিকচক থানার (Manickchak P.S.)পুলিশ দেহ উদ্ধার করে মৃত্যু সুনিশ্চিত করতে মানিকচক হাসপাতালে নিয়ে আসে।
কর্তব্যরত চিকিৎসক সত্যনারায়ণ মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার সকাল নাগাদ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে (Malda Medical College And Hospital) পাঠানো হয়।গোটা ঘটনার বিবরন দিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযুক্ত অশোক মন্ডলকে গ্রেফতার করেছে মানিকচক থানার পুলিশ। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত করছে মানিকচক থানার পুলিশ।