এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মমতার সরকারের নয়া চমক, ‘লোধা হাউস’, হচ্ছে ঝাড়গ্রামে

নিজস্ব প্রতিনিধি: আবাস যোজনার প্রকল্প থেকে বঞ্চিত থাকবেন না জঙ্গলমহলের(Junglemahal) বুকে বসবাস করা লোধা সম্প্রদায়ের পরিবারগুলিও(Lodha Family)। বাংলার ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার তাঁদের জন্য মাথার ওপর পাকা ছাদের ব্যবস্থা করে দিচ্ছে। সেই লক্ষ্যেই ইতিমধ্যে রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দফতর থেকে ঝাড়গ্রাম(Jhargram) জেলায় বসবাস করা লোধা পরিবারগুলির জন্য মাথার ওপর পাকা ছাদের ব্যবস্থা করতে প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই খাতে শুধুমাত্র ঝাড়গ্রাম জেলাতেই ৩০০টি ‘লোধা হাউস’(Lodha House) তৈরি করা হবে। যার মধ্যে প্রায় দুই তৃতীয়াংশ বাড়ি তৈরির কাজ শুরুও হয়ে গিয়েছে। বাকি বাড়িগুলির কাজও পঞ্চায়েত নির্বাচনের ঘোষণার আগেই শুরু করে দেওয়া হবে।

আরও পড়ুন মাত্র ১০০ টাকাতেই গঙ্গাসাগর, বড় চমক মমতার

সম্প্রতি আবাস প্লাস যোজনায় তালিকায় নাম না থাকা নিয়ে বাংলার বিভিন্ন জায়গায় ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়েছে। ঝাড়গ্রাম জেলাতেও কমবেশি এই ক্ষোভ দেখা যাচ্ছে জেলার নানা ব্লকে। কিছুদিন আগেই ঝাড়গ্রাম ব্লকের বিজেপি পরিচালিত মানিকপাড়া গ্রামপঞ্চায়েতের লোধা শবর অধ্যুষিত কালাঝরিয়া গ্রামের সিংহভাগ লোধা পরিবার পাকা বাড়ি পায়নি বলে ভিযোগ সামনে উঠে আসে। এই নিয়ে লোধা শবর কল্যাণ সমিতি ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক তথা রাজ্য লোধা শবর ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান বলাই নায়েক জানান, ‘আগে ওই গ্রামের কিছু কিছু পরিবার আবাস যোজনার বাড়ি পেয়েছেন। কিছু লোকের নাম বাদ গিয়েছে। আসলে সার্ভে করার সময় তাঁরা অনেকে বাড়িতে ছিলেন না। কাজে বেরিয়ে ছিলেন। ফলে এরকম হয়েছে। তবে তাঁরা সকলেই পাকা বাড়ি পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে প্রত্যেক লোধা শবর পরিবারের পাকা বাড়ি তৈরি হবে। এই নিয়ে গত ১২ ডিসেম্বর কলকাতাতে আমাদের বোর্ডের সেক্রেটারির সঙ্গে বিশেষ বৈঠকও হয়েছে। যে সমস্ত লোধা শবর পরিবার বাড়ি পায়নি বা তালিকায় নাম নেই, তাদের নাম সংশ্লিষ্ট বিডিও বা ডিএমের কাছে জমা দিতে হবে। তবে আবাস যোজনার তালিকায় কারোর নাম থাকলে তাঁরা লোধা হাউস থেকে বাড়ি পাবেন না। আবার লোধা হাউস থেকে বাড়ি পেলে আবাস যোজনায় বাড়ি পাবেন না।’  

আরও পড়ুন চলতি জানুয়ারি মাসে মেঘালয়ে যেতে পারেন মুখ্যমন্ত্রী ও অভিষেক

এই প্রসঙ্গে ঝাড়গ্রাম ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা সোরেন জানিয়েছেন, ‘কালাঝরিয়া গ্রামটি আমি একাধিকবার পরিদর্শন করেছি। সেখানে কেউ বাড়ি পাননি, এমনটা নয়। তবে যাঁরা পাননি, তাঁদের বিষয়টি প্রশাসন দেখছে। আবাস যোজনার বাড়ি ছাড়াও আদিবাসী উন্নয়ন দফতর ও অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দে লোধা হাউস তৈরি করে দেওয়া হয়।’ এই নিয়ে অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) অবনীত পুনিয়া জানিয়েছেন, ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে জেলায় ৩০০টি লোধা হাউস গ্র্যান্ট পাওয়া গিয়েছে। এরমধ্যে ১৯৭টি বাড়ি তৈরি হয়ে গিয়েছে। বাকি বাড়িগুলি তৈরির কাজ চলছে।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন শাহজাহান?

সন্দেশখালিতে এনএসজিকে ডেকে রোবট এনে হাত বোমা উদ্ধার করল সিবিআই

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের

প্রচন্ড গরমের মধ্যে লাগাতার ১৫ দিন ধরে লোডশেডিং,প্রতিবাদে অবরোধ

চন্দননগরে প্রচারে গিয়েও প্রসিদ্ধ ‘জলভরা সন্দেশ’ চাখা হল না রচনার, কেন?

ইভিএম বিভ্রাট নিয়ে কমিশনকে চিঠি দিল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর