এই মুহূর্তে




উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের পাশে মেসি, মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন ১০ লাখের চেক

নিজস্ব প্রতিনিধি: টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গ। সেই দুর্যোগ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে পাহাড়। চলতি সপ্তাহেই উত্তরবঙ্গ সফরে ফের ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  দুর্গতদের পাশে দাঁড়িয়েছে তিনি। এবার উত্তরবঙ্গের মানুষের চরম কঠিন সময়ে পাশে দাঁড়ালেন ফুটবলের ভগবান লিওনেল মেসি। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দেওয়ার জন্য ১০ লাখ টাকার একটি চেক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবেন মেসি ।

কলকাতা আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।  দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তখনই তাঁর হাতে তুলে দেবেন ১০ লাখ টাকার চেক। মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ফুটবলার দান করছেন এই অর্থ। ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত মেসিকে ভারত সফরে আনছেন। তিনি নিজেই উত্তরবঙ্গের মানুষেরভ জন্য মেসির এই দানের কথা জানিয়েছেন। শতদ্রু দত্ত ফেসবুক পোস্টে  মেসির দানের কথা ঘোষণা করে লেখেন, ‘GOAT ট্যুরে উত্তরবঙ্গের বিপর্যয়ে পাশে দাঁড়াতে এক স্পনসর মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ১০ লাখ টাকা সাহায্য করতে এগিয়ে এসেছেন। লিওনেল মেসির হাত দিয়ে মুখ্যমন্ত্রীর হাতে সেই অর্থ তুলে দেওয়া হবে।’

নিম্নচাপের কারণে টানা বৃষ্টিতে হড়পা বান নামে উত্তরবঙ্গে । সেই সঙ্গেই তাল মিলিয়ে বিপদসীমা উপর দিয়ে বয়ে চলেছে নদী। সঙ্গে দোসর হয়েছে ভূমিধস । উত্তরবঙ্গে প্রকৃতি যেন ধ্বংসলীলা চালিয়েছে। একাধিক জায়গা গিয়েছে জলের তলায়। উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ত্রাণ তহবিল খুলেছে রাজ্য সরকার। সেখানে দান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই। পাশে দাড়িয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সেই সাহায্যকারীর তালিকায় এবার যুক্ত হলেন মেসিও। মেসি আগামী ১৩ নভেম্বর তারিখ যুবভারতী ক্রীড়াঙ্গনে আসবেন । অংশ নেবেন GOAT কাপে। তাছাড়াও মেসির সঙ্গে ভারতে আসছেন তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু রডরিগো ডি’পল আর লুই সুয়ারেজ।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লাল-হলুদকে হারিয়ে ২২ বছর পর শিল্ড সবুজ-মেরুনের

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর হাতে বন্দি কাকদ্বীপের ১৪ ম‍ৎস্যজীবী

যুবভারতীতে শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের হাড্ডাহাড্ডি লড়াই

বন্যাবিধ্বস্ত গ্রামে ত্রাণ হাতে পৌঁছালেন মন্ত্রী, দিলেন আশ্বাস

দার্জিলিঙে বসে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মমতা, সেই বাড়ি পুড়ে ছাই

দুর্গাপুরে কালীপুজোয় এবারের থিম জৈন মন্দির, চোখের সামনে ভেসে উঠবে কালাপানির অত্যাচার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ