এই মুহূর্তে




পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা এবং পানীয় জলের বোতল দিলেন শোভনদেব




নিজস্ব প্রতিনিধি, নববারাকপুর : চলছে মাধ্যমিক পরীক্ষা। শনিবার ছিল তৃতীয় দিন। বাংলা ইংরেজির পর আজ ভূগোল পরীক্ষা। নিজের বিধানসভা কেন্দ্রে এসে পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা ও পানীয় জলের বোতল তুলে দিয়ে ভাল করে দুবার প্রশ্ন পত্র পড়ে নিয়ে মাথা ঠান্ডা রেখে উত্তর দেওয়ার পরামর্শ দিলেন খড়দহ বিধানসভা বিধায়ক তথা রাজ্যের কৃষি দফতরের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়(Minister Sovandab Chattapadhay)।

শনিবার সকাল ১১ টায় লেনিনগড় শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রবেশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর সাথে দেখা করে, বাইরে গিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা কার্ড এবং পানীয় জলের বোতল তুলে দিলেন তিনি। মন্ত্রী পড়ুয়াদের ভাল করে প্রশ্ন পত্র দুবার পড়ে উত্তর লেখার পরামর্শ দিলেন। তিনি বলেন, তাড়া হুড়ো নয়, মাথা ঠান্ডা রেখে উত্তর লিখবে। তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন এদিন মন্ত্রী। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে প্রীতি উপহার তুলে দিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায়।

এদিন উপস্থিত ছিলেন বিলকান্দা(Bilkanda) ২ গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা পাইক, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুপ্রিয়া ঘোষ, কর্মাধ্যক্ষ প্রবীর রাজবংশী,রমেশ রায়,বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি বিদ্যুৎ কুমার পাল, সমাজসেবী সজল দাস সহ পঞ্চায়েতের সদস্যরা । মন্ত্রী বেশ কিছুক্ষণ পরীক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়ে তিনি তার পরবর্তী কর্মসূচিতে যান।এদিন পরীক্ষার্থীদের হাতে জলের বোতল তুলে দিয়ে এবং তাদের প্রয়োজনীয় টিপস দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, দিদির দূত(Didir Doot) কর্মসূচিতে বিভিন্ন জায়গা থেকে যে রিপোর্ট নবান্নে জমা পড়েছে। তা নিয়ে আগামী সপ্তাহের প্রথম দিন রিভিউ করবেন খোদ মুখ্যমন্ত্রী।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিঘায় হোটেলের ঘর ভাড়ার রেট নির্দিষ্ট করতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা , মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা

কেরলের নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের হাতে ফিরিয়ে দিল বেলিয়াবেড়া থানা

অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে মহকুমা শাসকের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন বৃদ্ধার

জল্পেশ মন্দিরে স্কাইওয়াক, ভিড়ের হাত থেকে মিলবে রক্ষা

OBC-র বিজ্ঞপ্তিতে হাইকোর্টের স্থগিতাদেশে প্রশ্নের মুখে ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ