এই মুহূর্তে




রাজ্যে চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ করছি: চিরঞ্জিত চক্রবর্তী




নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিকাশ ভবনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি লাঠিচার্জের বিরুদ্ধে মুখ খুললেন বারাসতের বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী(MLA Chiranjit Chakraborty)। রবিবার বারাসতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, যুদ্ধ যেমন খারাপ তেমনি লাঠিচার্জ ও খারাপ।যুদ্ধ আবহে কোনদিনই সমর্থন করি না ।যেমন যুদ্ধ সমর্থন করি না তেমনি রাজ্যের চাকরি হারাদের উপর লাঠিচার্জেরও প্রতিবাদ করি।মমতা বন্দোপাধ্যায়কে(Mamata Banerjee) বলেছি এবার নতুন কিছুর প্রয়োজন। তাই মমতা যদি মনে করে বারাসতে ২৬ এর প্রার্থী অন্য কেউ তবে সেই দলনেত্রী তার কথাই শিরোধার্য। আমি কখনোই রাজনীতিবিদ নই ।আমি সিনেমা জগতের মানুষ। রাজনীতি আমার প্রধান লক্ষ্য নয়। বারাসত ১৩ নম্বর ওয়ার্ডে একটি অনুষ্ঠানে এসে বললেন বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী।

রবিবার প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে বারাসতের বিধায়ক বিকাশ ভবনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় ক্ষোভ উগরে দিলেন। তিনি বলেন, যুদ্ধ আবহে কোনদিনই সমর্থন করি না ।যেমন যুদ্ধ সমর্থন করি না রাজ্যের চাকরি হারাদের উপর লাঠিচার্জেরও তেমন প্রতিবাদ করি। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছি এবার নতুন কিছুর প্রয়োজন। তাই মমতা বন্দোপাধ্যায় যদি মনে করেন বারাসাতে ২৬ এর নির্বাচনে প্রার্থী অন্য কেউ হবে তবে সেই দলনেত্রীর কথাই শিরোধার্য। আমি কখনোই রাজনীতিবিদ নই। আমি সিনেমা জগতের মানুষ। রাজনীতি আমার প্রধান লক্ষ্য নয়। বারাসত(Barasat) ১৩ নম্বর ওয়ার্ডে একটি অনুষ্ঠানে এসে রবিবার বিকেলে এ কথা বললেন বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী।

একদিকে বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের আন্দোলনকে মন্ত্রী ফিরহাদ হাকিম যখন নাটক বলে উল্লেখ করেছেন এবং কুনাল ঘোষ আন্দোলনকারীদের ক্যামেরা দেখলে নাটক করছেন বলে কটাক্ষ করেছেন সেই সময় বিপরীত পথে হেঁটে শাসকদলের বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী জানিয়ে দিলেন, তিনি কিন্তু আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জকে কখনোই সমর্থন করছেন না। তৃণমূল বিধায়কের এই মন্তব্য নতুন করে অস্বস্তিতে ফেলল রাজ্যের শাসক দলকে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নাচে গানে প্লে স্কুলের ধাঁচে পঠনপাঠন বীরভূমের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

সাতসকালে কেঁপে উঠল টিটাগড়, ভয়াবহ বিস্ফোরণ পুর প্রধানের আবাসনে

স্বস্তির ঝড় বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়, সতর্কতা জারি হাওয়া অফিসের

ভারতীয় সেনাকে কুর্নিশ ও কৃতজ্ঞতা জানিয়ে রাজ্যজুড়ে তৃণমূলের কর্মসূচি

মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নতুন করে সেজে উঠছে শিলিগুড়ি

ভগবানপুরে বেআইনি অস্ত্র পাচারের অপরাধে গ্রেফতার দুই বিজেপি নেতা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ