এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় শেষ মা-মেয়ে, উত্তপ্ত উলুবেড়িয়া

নিজস্ব প্রতিনিধি: সাতসকালেই দুর্ঘটনা প্রাণ কাড়ল মা-মেয়ের। আর সেই দুর্ঘটনাকে ঘিরে সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল হাওড়া(Howrah) জেলার অন্যতম মহকুমা শহর উলুবেড়িয়া(Uluberia)। এলাকার বাসিন্দারা একই জায়গায় বার বার এই দুর্ঘটনা(Accident) ও তার জেরে প্রাণহানীর জেরে ৬ নম্বর জাতীয় সড়ক(NH 6) অবরোধ(Road Blocked) করে বিক্ষোভ দেখাচ্ছেন। তার জেরে জাতীয় সড়ক দিয়ে যান চলাচল এখন সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে পড়েছে। একইসঙ্গে ঘাতক অ্যাম্বুলেন্সটিতে ব্যাপক হারে ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। সেই সঙ্গে জাতীয় সড়কে টায়ার ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শনিবার সকালে উলুবেড়িয়ার জগৎপুর জোড়া কলতলায়(Jora Koltala) ৬ নম্বর জাতীয় সড়ক পার হওয়ার জন্য দাঁড়িয়েছিলেন অপর্ণা কোলে ও তাঁর মেয়ে টুসু কোলে। এদিন বৃত্তি পরীক্ষায় মেয়েকে অংশ নেওয়ানোর জন্য অপর্ণা সকাল সকাল বাড়ি থেকে বেড়িয়েছিলেন। সঙ্গে মেয়েও ছিল। জোড়া কলতলায় ৬ নম্বর জাতীয় সড়ক পার হওয়ার জন্য দাঁড়িয়ে থাকার সময়ই ঘটে যায় দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অত্যন্ত দ্রুত গতিতে আসা ওই অ্যাম্বুল্যান্সটি প্রথমে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। তারপর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মা ও মেয়েকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও মেয়ের। তবে সাইকেল আরোহী প্রাণে বেঁচে যান। যদিও তিনি গুরুতর ভাবে জখম হয়েছেন। তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, ওই সাইকেল আরোহীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। উত্তেজিত জনতা অ্যাম্বুল্যান্সটিকে দাঁড় করায়। অ্যাম্বুল্যান্সে আগুন লাগিয়ে দেওয়া হয়।

এরপর মা ও মেয়ের মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন উত্তেজিত জনতা। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে অবরোধ। দেহ দুটি আটকে রেখে জ্বালিয়ে দেওয়া হয় ঘাতক অ্যাম্বুলেন্সটিও। অবরোধকারীদের দাবি, দীর্ঘদিন ধরে জাতীয় সড়ক সংলগ্ন জোড়া কলতলায় আন্ডারপাসের দাবি জানানো হয়েছে। তা সত্ত্বেও প্রশাসনিক কর্তাব্যক্তিরা সেসব বিষয়ে মাথা ঘামাননি বলেই অভিযোগ। আন্ডারপাস থাকলে এমন বিপদ হত না বলেই দাবি তাঁদের। গত ১৫ মে, উলুবেড়িয়ার এই এলাকাতেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক বিজেপি নেতার। মৃত অমল মাইতি বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য ছিলেন। ঘটনার দিন রাত ১০টা নাগাদ পিক আপ ভ্যানে বরানগরের আলমবাজার থেকে পণ্য নিয়ে কোলাঘাটে ফিরছিলেন তিনি। সেদিন প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে উলুবেড়িয়ার বাণীতবলার কাছে ৬ নম্বর জাতীয় সড়কের রেলিংয়ে ধাক্কা মারে উল্টে যায় পিক আপ ভ্যান। গুরুতর জখম বিজেপি নেতাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। গত ৬ অগাস্ট ফের ওই এলাকাতেই সাতসকালে ভয়ঙ্কর পথ-দুর্ঘটনায় জখম হন

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রথম ২ ঘন্টায় বাংলায় ৩ কেন্দ্রে ভোট পড়ল ১৫.৬৮ শতাংশ

সকাল থেকেই বাংলার ৩ লোকসভা কেন্দ্রের বুথে বুথে লম্বা লাইন

LIVE: সকাল ৯টা পর্যন্ত রায়গঞ্জে ভোটদানের হার সর্বাধিক

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

বেনজির কাণ্ড, বীরভূমে বিজেপির হয়ে মনোনয়ন জমা দুই প্রার্থীর

ম্যাচ ফিক্সিংয়ের মতো বিজেপি ‘অর্ডার ফিক্সিং’ করছে, তোপ অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর