এই মুহূর্তে

৪৫ তম মুর্শিদাবাদ জেলা বইমেলার উদ্বোধনে সিদ্দিকুল্লা চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: শীতের আমেজে বইয়ের গন্ধে মাতোয়ারা হতে তৈরি মুর্শিদাবাদ। একসময় ওয়াকফ বিল বাতিলের দাবিতে হিংসায় জ্বলে উঠেছিল যে মুর্শিদাবাদ জেলা সময়ের সঙ্গে সেখানে চিত্র বদলেছে।সোমবার বহরমপুর(Baharampur) ব্যারাক স্কোয়ার ময়দানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ৪৫তম মুর্শিদাবাদ জেলা বইমেলার আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী(Minister Sidiqulla Chowdhury)। আগামী কয়েকদিন এই মাঠই হয়ে উঠবে জেলার সংস্কৃতি মনস্ক মানুষের মিলনস্থল।

এ দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী বলেন, “বই কেবল জ্ঞানের ভাণ্ডার নয়, বই আমাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলে। ডিজিটাল যুগেও বইয়ের গুরুত্ব যে কমেনি, এই মেলা তার বড় প্রমাণ।” উদ্বোধনী মঞ্চে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, জেলা শাসক নিতিন সিঙ্হানিয়া এবং বিধায়ক মোহাম্মদ আলী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।​উদ্বোধনের দিন থেকেই সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয় গ্রন্থপ্রেমীদের মতে, প্রতি বছর এই মেলার জন্য তাঁরা চাতক পাখির মতো অপেক্ষা করে থাকেন। আগামী কয়েকদিন ব্যারাক স্কোয়ারে আক্ষরিক অর্থেই ‘চাঁদের হাট’ বসতে চলেছে।

হিংসার আগুনের দগ্ধ হয়ে যাওয়া মুর্শিদাবাদ ফের চেতনার আলোতে উদ্ভূদ হবে । বইয়ের পাতা আবারও ভাবতে শেখাবে সকলকে। যেখান থেকে সৃষ্টি হবে সুস্থ মানসিকতার। হিংসা নয় বই দেখাবে অহিংসার পথ। সেই আশা নিয়ে প্রকাশকরা হাজির সারি সারি বই নিয়ে মুর্শিদাবাদে।আগামী কয়েক দিন মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান নতুন বইয়ের পাতার গন্ধে মম করবে। প্রতিদিন সেখানে সাহিত্যের ওপর আলোচনা সভা বসবে। থাকবে বিভিন্ন ধরনের সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্র-ছাত্রী থেকে সব বয়সের মানুষ ছুটে আসবে নতুন বইয়ের খোঁজে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্য বিজেপির সাংগঠনিক একাধিক পদে ব্যাপক রদবদল ঘটালেন শমিক ভট্টাচার্য

ফের বাংলায় মৃত্যু বিএলও-র, এসআইআরের কাজের চাপকে দায়ী করল মৃতার পরিবার

একাধিক জেলায় জারি শৈত্যপ্রবাহের সতর্কতা, আর কতটা নামবে তাপমাত্রা?

রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়

ঝাড়গ্রামের জামবনিতে ফিল্মি কায়দায় জঙ্গলের রাস্তায় ৩ লক্ষ টাকার লুট দুষ্কৃতীদের

বারাসত উড়ালপুলের নিচে ফেন্সিংয়ের কাজে পুরসভাকে বাধা দিল হকাররা, অফিসারকে ঘিরে বিক্ষোভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ