27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:03 pm
নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ: ফের মুর্শিদাবাদে শুক্রবার ভর সন্ধেবেলা চললো গুলি। গুলিবিদ্ধ হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এক পরিযায়ী শ্রমিক। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধে ৭ টা নাগাদ মুর্শিদাবাদের ডোমকল থানার(Domkal P.S.) রমনা শেখপাড়া এলাকাতে। এই ঘটনাতে এখনও কেউ গ্রেপ্তার হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধেবেলা সমিরুদ্দিন শেখ (২২) নামে রমনা শেখ পাড়ার বাসিন্দা , পেশায় এক পরিযায়ী শ্রমিক, আরও দুজন যুবকের সাথে গ্রামের একটি কালভার্টের উপর বসে গল্প করছিল। সেই সময় একটি মোটর সাইকেলে মাথায় হেলমেট পড়ে দু’জন যুবক এসে হঠাৎই গুলি চালাতে শুরু করে। কোনও কিছু বোঝার আগে একটি গুলি সমিরুদ্দিনের(Samiruddin) পেট ফুঁড়ে বেরিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে ডোমকল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সমিরুদ্দিনের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে(Murshidabad Medical College Hospital) রেফার করে দেন। রাতেই তাকে সেখানে নিয়ে আসা হয়। এরপর গভীর রাতে তার অস্ত্রপ্রচার হয়। কে বা কারো গুলি চালালো তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে । সন্ধ্যের পর মুর্শিদাবাদে পরপর গুলি চালানোর ঘটনা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত প্রশাসন।পুলিশ এই ঘটনায় দুজনকে আটক করেছে ।তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।