এই মুহূর্তে




২ কেজি সোনা ও ১২ কেজি রুপোয় সজ্জিতা বারাসতের ‘বড়মা’

নিজস্ব প্রতিনিধি, বারাসত : কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালীপুজো। কালীপুজো পরিচিত শ্যামা পুজো নামেও। দক্ষিণেশ্বর, কালীঘাট, আদ্যাপীঠ, কামাক্ষ্যা, ঠনঠনিয়া কালীবাড়ি, তারাপীঠ, কঙ্কালীতলা, ফিরিঙ্গি কালীবাড়ির মতো সারা ভারত জুড়ে রয়েছে অজস্র কালী মন্দির। সেই সমস্ত মন্দিরে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের দীপান্বিতা অমাবস্যা তিথিতে শ্যামা রূপে পূজিত হন দেবী কালিকা। বিগত কয়েক বছরে বারাসত ও নৈহাটির কালীমন্দির অত্যন্ত প্রসিদ্ধ হয়ে উঠেছে। প্রতিদিন এই মন্দিরে অজস্র মানুষের ভিড় হয়। বারাসতের বড়মার পুজো গোটা রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তেও বিখ্যাত। বাইরে থেকেও বহু মানুষ আসেন মায়ের কাছে। প্রায় দু কেজি সোনা ও ১২ কেজি রুপোর গয়না থাকে বড় মায়ের শরীরে। অনেকেই মায়ের কাছে মানত করেন।

কালীপুজোয় বারাসতে ভিড় জমায় সকলেই। এখানে একের পর এক ক্লাব ও পুজো কমিটিগুলো বিগ বাজেটের পুজোর জন্য প্রস্তুত থাকে। বারাসাত ও মধ্যমগ্রামের কালীপুজোর মধ্যেই চলে থিমের লড়াই। আলোকসজ্জা থেকে শুরু করে রঙিন মন্ডপ দর্শকদের আকর্ষণ করে। এই সবকিছুর মধ্যে বড়মার কালীপুজো যেন আলাদা। এখানে ভক্তদের ভক্তি ও আবেগের ঢল থেমে থাকে না। বড়মার পুজোর কথা বলতে গেলে বলতে হয় প্রথম দিকের কথা। সেই সময় বড়মার কোন স্থায়ী মন্দির ছিল না। পরে মানুষের অন্তরে এই পুজো জায়গা করে নিয়েছিল। বড়মা কালকে মানুষের মধ্যে তাই করে দিয়েছিল। বারাসাতের চাপাডালি মোড় থেকে কলোনিমোড় যাওয়ার রাস্তায় অবস্থিত এই বড়মার কালী মন্দির। এটি শুধু ধর্মীয় স্থান হিসেবেই নয়, আবেগ ভক্তি ও ঐক্যের প্রতীক।

বড় মায়ের মূর্তি দেখলেই ভক্তদের মধ্যে আলাদা শিহরণ জাগে। প্রতিদিন সন্ধ্যায় বহু মানুষ আসেন মায়ের দরজায়। মাকে একবার দর্শন করে প্রণাম ঠুকে চলে যান। কালীপুজোর সময় এই মন্দিরে ভক্তদের ঢল নামে। ভোর থেকে শুরু হয় ভক্তদের আশা। ধুপ ও দ্বীপের গন্ধে চারদিক ভরে ওঠে। মন্দিরে রয়েছে মায়ের সিমেন্টের মূর্তি। প্রতিবছরের মতো এই বছরও তাই রেকর্ড সংখ্যক ভিড়ের আশা করছে কমিটি। যাতে কোনওরকম সমস্যা তৈরি না হয় তার জন্য থাকছে নির্দিষ্ট ব্যবস্থা। ভিড় সামাল দেওয়ার জন্য থাকছে এনসিসি ক্যাডার। বিপর্যয় মোকাবিলা টিম থাকারও সম্ভাবনা রয়েছে। ভোগ বিতরণের সময় যাতে হুড়োহুড়ি না পড়ে সেই ভাবেই প্রসাদ বিতরণ করা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর হাতে বন্দি কাকদ্বীপের ১৪ ম‍ৎস্যজীবী

বন্যাবিধ্বস্ত গ্রামে ত্রাণ হাতে পৌঁছালেন মন্ত্রী, দিলেন আশ্বাস

দার্জিলিঙে বসে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মমতা, সেই বাড়ি পুড়ে ছাই

দুর্গাপুরে কালীপুজোয় এবারের থিম জৈন মন্দির, চোখের সামনে ভেসে উঠবে কালাপানির অত্যাচার

সাঁইথিয়ায় বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী কে? ঘোষণা করে দিলেন কেষ্ট

পদ্ম রাজ্যে সন্ত্রাসের শিকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার হিড়িক, আবেদন ছাড়াল ৭৫ হাজার, শুরু বাছাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ