এই মুহূর্তে




SIR আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু দিঘার হোটেল মালিকের

নিজস্ব প্রতিনিধি, রামনগর: SIR আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ। এবার পূর্ব মেদিনীপুরের রামনগরে।এলাকার এক বাসিন্দা শেখ সিরাজ উদ্দিন(Sk. Sirajuddin) রামনগর ১ব্লকের কাঁটাবনি গ্রামে বাড়ি তার। পূর্ব পুরুষরা কেউ বাংলাদেশ বা অন্য কোনো জায়গা থেকে আসেন নি, বলেই দাবি এলাকাবাসীর।বহুদিন বিদেশেও ছিলেন। দীর্ঘদিন জাপানে থাকার পর দিঘাতে তিনি একটি হোটেল তৈরি করেছিলেন।বর্তমানে দেশের ফিরে দিঘায়(Digha) একটি হোটেল চালাচ্ছিলেন।রবিবার কাজগপত্র বার করতে গিয়ে তিনি দেখেন নিজের বাবার নাম ভুল ।তার পর থেকেই বেশ চিন্তায় ছিলেন বলে জানা গেছে। আর সেই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হন বলে অভিযোগ। রবিবার তার মৃত্যু হয়। সোমবার ওই ব্যবসায়ীকে কবর দেওয়া হয়। এই প্রসঙ্গে রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি(Akhil Giri) বলেন, ওই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ ছিলেন। রবিবার এলাকার কিছু মানুষজন বসে এস আই আর প্রসঙ্গে আলোচনা করছিলেন। তিনি সেই আলোচনায় যোগ দিয়েছিলেন। এরপর নিজের বাড়িতে গিয়ে এসআইআর প্রসঙ্গে ভোটের কাগজপত্র দেখতে থাকেন। হঠাৎ দেখেন নিজের বাবার নাম ভুল রয়েছে ভোটার কার্ডে। তিনি বিচলিত হয়ে পড়েন।

বেশ কয়েকজন আত্মীয়র বাড়িতে যান তিনি। সেখান থেকে ফিরে আসেন। বাড়িতে এসে তিনি টেনশন করতে থাকলে হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। অখিল গিরির দাবি বিজেপি নেতারা যেভাবে সংখ্যালঘুদের কখনো রোহিঙ্গা কখনো বাংলাদেশি বলে মন্তব্য করছেন, দেশ থেকে তাড়ানোর হুমকি দিচ্ছেন তাতেই আতঙ্কিত হয়ে দিঘার ওই হোটেল মালিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। অত্যন্ত দুঃখজনক ঘটনা। অন্যদিকে, হুগলি জেলার ডানকুনিতে SIR আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক বৃদ্ধার ।ঘটনাটি ঘটেছে ডানকুনি পৌরসভার (Dankuni Municipality)২০ নম্বর ওয়ার্ডে। মৃত বৃদ্ধার নাম হাসিনা বেগম (৬০)। জানা গেছে মেয়ের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই বৃদ্ধা। স্থানীয়দের দাবি ২০০২ সালে ভোটার তালিকায় তার নাম নেই। সেই নিয়ে গত কয়েকদিন ধরে তিনি খুব চিন্তায় ছিলেন। হঠাৎ অসুস্থ হয়েও পড়েছিলেন।

স্থানীয়দের দাবি, মৃতা ৬০ বছর বয়সী হাসিনা বেগম কয়েকদিন ধরেই SIR প্রক্রিয়া নিয়ে গভীর চিন্তায় ভুগছিলেন। ঐ বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে যান ডানকুনি পুরসভার পুর প্রধান হাসিনা শবনম। পুরো প্রধান জানিয়েছেন এসআইআর নিয়ে যথেষ্ট আতঙ্কিত সাধারণ মানুষ বিশেষ করে যাদের ২০০২ সালে ভোটার তালিকায় নাম নেই। হাসিনা বেগমেরও নাম নেই এলাকায় আরো একজন অসুস্থ হয়ে পড়েছেন এই একই কারণে বলে পুর প্রধান জানান। এনআরসি ওএসআইআর নিয়ে আতঙ্কে গত সপ্তাহে উত্তর চব্বিশ পরগনা জেলার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর আত্মহত্যা করেন। উদ্ধার হওয়া সুইসাইড নোটে সেই কথা ছিল বলে দাবি করা হয়। উত্তরবঙ্গের কোচবিহারে এক চাষী কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পূর্ব বর্ধমানের জামালপুরের এক পরিযায়ী শ্রমিকের এস আই আর আতঙ্কে তামিলনাড়ুতে অসুস্থ হয়ে মৃত্যু হয় বলে তার ছেলে দাবি করেন।

বীরভূমের ইলামবাজারেও এক বৃদ্ধ এস আই আর আতঙ্কে আত্মহত্যা করেন। এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইলামবাজার থানায় অভিযোগ লিপিবদ্ধ করে তার পরিবার। মঙ্গলবার থেকে রাজ্যে এস আই আর প্রক্রিয়া শুরু হচ্ছে। তার আগে একের পর এক মৃত্যুর ঘটনা সামনে চলে আসায় শোরগোল পড়েছে বঙ্গ রাজনীতিতে। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন বিজেপি এবং নির্বাচন কমিশন এসআইআরকে সামনে রেখে যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে তাতে কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে কেউ মানসিক চাপে অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। ডানকুনিতে যে বৃদ্ধা মারা গিয়েছেন তিনি আগে ১৩ নম্বর ওয়ার্ডে থাকতেন। সম্প্রতি ২০ নম্বর ওয়ার্ডে তিনি তার মেয়ের কাছে এসে থাকছিলেন। SIR আতঙ্কে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডেঙ্গুর বলি ভাঙড়ের লাঙলপোতার মাজেদা বিবি, আইডি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যু

নবগ্রামে জঙ্গি সংগঠনের কাছ থেকে পাওয়া ফোন নাম্বারের সূত্র ধরে হানা NIA’ র

SIR ফর্ম হাতে পাওয়ার পর নথি নিয়ে টেনশন, আত্মহত্যা টোটো চালকের!

পার্থের মুক্তি নিয়ে মুখ খুললেন ‘বান্ধবী’ অর্পিতা, কী বললেন?

সামশেরগঞ্জের পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু গাজিয়াবাদে

জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ