এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দেশের সেরা Industrial Training Institute নাকাশিপাড়া ITI

নিজস্ব প্রতিনিধি: দেশের বুকে আবারও বাংলার(Bengal) জয়জয়কার। আর তাতে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের সাফল্য ছড়িয়ে পড়ছে ঠিক তেমনি মুখ পুড়ছে মমতা ও বাংলা বিরোধী নেতানেত্রী তথা দলগুলির। সরকারি ও বেসরকারি মিলিয়ে গোটা দেশে মোট ১৪ হাজার ৭৮৯টি ITI আছে। সেই সব ITI’র কী হাল, ভবিষ্যতই বা কী, সেখান থেকে শিক্ষাগ্রহণের পর পড়ুয়াদের কতজন চাকরি পাচ্ছেন, কতজনই বা নিজেরা নিজের পায়ে দাঁড়াচ্ছেন, ইত্যাদি বিষয়ে সমীক্ষা চালিয়েছে মোদি সরকারের(Modi Government) নীতি আয়োগ(Niti Aayog)। নির্ণয় করা হয়েছে বিভিন্ন আইটিআই’র মান। আর সেই সমীক্ষাতেই উঠে এসেছে বাংলার সাফল্য। দেশের সেরা ITI হয়েছে নদিয়া(Nadia) জেলার নাকাশিপাড়া ITI(Nakashipara ITI)। দেশের সেরা আবারও বাংলা মডেল। গল্প এখানেই থেমে নেই। PTP মডেলে চলা বাংলার এই মডেল অন্যান্য রাজ্যকেও অনুসরণ করার সুপারিশ করেছে কেন্দ্রীয় সরকারের Think Tank নীতি আয়োগ। ফলে বঙ্গ বিজেপি হোক বা মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচক, বাংলার বদনামে যাঁরা উৎফুল্ল হন, তাঁদের মুখ বন্ধ করতে কেন্দ্রের এই রিপোর্ট তৃণমূলের অস্ত্র হতে চলেছে বলেই অনেকে অনুমান করছেন।

আরও পড়ুন মুখে মমতা বিরোধিতা, অথচ পদে পদে অনুকরণ

দেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মান ঠিক করতে Directorate General of Training বা DGT যে সমীক্ষা করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে নাকাশিপাড়ার ITI। বাংলার এই কলেজ Private Training Partner বা PTP মডেলে গড়ে উঠেছে। আর সেটাও হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায়। এই কলেজ নির্মাণের জন্য রাজ্য সরকার জমি দিয়েছে। কলেজ ভবনও তৈরি করে দিয়েছে। বাকি মেশিন, শিক্ষকের বেতন, নিত্য খরচ সবই বহন করে বেসরকারি সংস্থা Society for Welfare and Development of Human Initiatives Trust। এই কলেজে পুঙ্খানুপুঙ্খ সমীক্ষা চালিয়ে নীতি আয়োগ তাঁদের Transforming Industrial Training Institute শীর্ষক রিপোর্টে ভূয়সী প্রশংসা করেছে। একই সঙ্গে দেশজুড়ে যাতে এই মডেল অনুসৃত হয় সেই সুপারিশও করেছে। নাকাশিপাড়ার এই কারিগরী শিক্ষার কলেজে অষ্টম শ্রেণি পাশ করেই ভর্তি হওয়া যায়। চলে এক অথবা দু’ বছরের হাতেকলমে প্রশিক্ষণ। শিক্ষার্থীদের মাসে দিতে হয় মাত্র ৩০ টাকা। বাকি টাকা রাজ্য সরকার দেয়। শিক্ষার্থী প্রতি ৭ হাজার টাকা অনুদান। তাই অত্যন্ত সহজ, সস্তায় কারিগরি শিক্ষার বাংলার এই মডেল গোটা দেশের জন্য অনুকরণযোগ্য বলেই ৯৮ পাতার রিপোর্টে মন্তব্য করেছে নীতি আয়োগ। কারণ, দেশের বহু বেসরকারি ITI শিক্ষার্থীদের থেকে মোটা টাকা অগ্রিম নেয়। নীতি আয়োগের কাছে এমন রিপোর্টই আছে। সঙ্গে বাকি টাকা দ্রুত আদায়ে মানসিক উৎপীড়নের অভিযোগও রয়েছে।   

আরও পড়ুন চিটফাণ্ড থেকে বি এড কলেজ, তাপসের কুকীর্তিতে জড়িয়ে বামেরাও

এর পাশাপাশি নীতি আয়োগ তাঁদের রিপোর্টে মহিলাদের জন্য তৈরি কলকাতার Woman Industrial Training Institute- এর কথাও বিশেষভাবে উল্লেখ করেছে। বিশ্বব্যাঙ্ক এবং পশ্চিমবঙ্গ সরকারের ডায়রেক্টরেট অব ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের উদ্যোগে চলা ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই আইটিআই’য়ে মহিলাদের হাতেকলমে শিক্ষায় তাদের স্বনির্ভর হতে শেখানো হচ্ছে। ৪৮ আসনের এই প্রতিষ্ঠানে কাজ শিখে সংসারে উপার্জন বৃদ্ধিতে মহিলারা যেভাবে সাহায্য করছেন, তাও উল্লেখযোগ্য। ফলে বাংলা মডেলকেই অনুসরণ করে দেশের আইটিআইগুলিতে পরিবর্তন আনার পক্ষেই সওয়াল করেছে নীতি আয়োগ। যা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সফলতাকেই তুলে ধরেছে। আর সেখানেই মুখ পুড়ছে বঙ্গ বিজেপির নেতাদের পাশাপাশি মমতা ও বাংলা বিরোধীদেরও।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রথম ২ ঘন্টায় বাংলায় ৩ কেন্দ্রে ভোট পড়ল ১৫.৬৮ শতাংশ

সকাল থেকেই বাংলার ৩ লোকসভা কেন্দ্রের বুথে বুথে লম্বা লাইন

LIVE: সকাল ৯টা পর্যন্ত রায়গঞ্জে ভোটদানের হার সর্বাধিক

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

বেনজির কাণ্ড, বীরভূমে বিজেপির হয়ে মনোনয়ন জমা দুই প্রার্থীর

ম্যাচ ফিক্সিংয়ের মতো বিজেপি ‘অর্ডার ফিক্সিং’ করছে, তোপ অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর