এই মুহূর্তে




মেদিনীপুর শহরের রাঙামাটি গেটবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত কিশোর

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: ভোর রাতে মেদিনীপুরের(Midnapur Town) রাঙামাটি গেটবাজারে(Rangamati Gatebazaar) অগ্নিকাণ্ডের(Fire Incident) ঘটনায় মৃত্যু হল এক কিশোরের(Death of a Boy)। ভোরে রাঙামাটি গেটবাজারের কয়েকটি দোকান থেকে আগুন এবং ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। একটি মিষ্টির দোকান দাউদাউ করে জ্বলছিল সেই সময়। সেই সময় এলাকারও এক শিশু তার দাদুর সঙ্গে আগুন দেখতে আসে। দোকান থেকে একটু দূরেই দাঁড়িয়ে ছিল সে। সেই সময় দোকানে থাকা সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। সিলিন্ডারের কিছু অংশ ছিটকে শিশুটির পেটে লাগে। তাতেই গুরুতর জখম হয় সে। তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শিশুর নাম রাণা দাস(৯)।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর প্রায় তিনটে নাগাদ আগুন লাগে। বাজারে থাকা একটি মিষ্টির দোকানে রাখা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে দাউ-দাউ করে আগুন লেগে যায় গোটা বাজার চত্বরে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। ভস্মীভূত হয়ে যায় দোকান থেকে বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনে তারা। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ৭-৮টি দোকান। ক্ষতিগ্রস্থ হয় ৩টি বাড়িও। মৃত কিশোরের বাবা জানিয়েছেন, ‘আমি শ্বশুরবাড়িতে ছিলাম। রাত্রি সাড়ে তিনটে নাগাদ আমার ভাইপো ফোন করে বলে ভাইয়ের কিছু হয়ে গিয়েছে তুমি এসো। আমি দৌড়ে এসেছি আগুন শুনে। ছেলে এইভাবে চলে যাবে ভাবতেও পারিনি।’  

দমকলের আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই বাজারে সব্জি, মাছ, মাংস, মিষ্টি, এমনকি ভুসিমালের দোকান রয়েছে। সব মিলিয়ে প্রায় ১০-১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান ব্যবসায়ীদের। গেটবাজার কমিটির সম্পাদক বিশ্বজিৎ পাত্র জানিয়েছেন, ‘আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। কী ভাবে সামলাব জানি না।’ অগ্নিকাণ্ডের খবর পেয়েই এলাকায় যান মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান। শিশুর পরিজনদের সঙ্গে কথা বলেন তিনি। পুরসভা এবং বাজার কমিটি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। ঘুরে দেখেন পুড়ে যাওয়া বাজার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর হাতে বন্দি কাকদ্বীপের ১৪ ম‍ৎস্যজীবী

বন্যাবিধ্বস্ত গ্রামে ত্রাণ হাতে পৌঁছালেন মন্ত্রী, দিলেন আশ্বাস

দার্জিলিঙে বসে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মমতা, সেই বাড়ি পুড়ে ছাই

দুর্গাপুরে কালীপুজোয় এবারের থিম জৈন মন্দির, চোখের সামনে ভেসে উঠবে কালাপানির অত্যাচার

সাঁইথিয়ায় বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী কে? ঘোষণা করে দিলেন কেষ্ট

পদ্ম রাজ্যে সন্ত্রাসের শিকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার হিড়িক, আবেদন ছাড়াল ৭৫ হাজার, শুরু বাছাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ