24ºc, Haze
Saturday, 1st April, 2023 8:10 pm
নিজস্ব প্রতিনিধি,বর্ধমান: বর্ধমান শহরের খোসবাগান এলাকায় এক বেসরকারি নার্সিংহোম চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় । রবিবার মৃতের পরিবার বর্ধমান থানায় (Bardhaman P.S.)লিখিত অভিযোগ দায়ের করে নার্সিংহোমের বিরুদ্ধে।পূর্ব বর্ধমান(East Bardhaman) জেলার খণ্ডঘোষ থানা উজ্জল পুকুরের বাসিন্দা নাসিমা খাতুন তার অ্যাপেন্ডিক্স ধরা পড়েছিল।চিকিৎসার জন্য তিনি এসেছিলেন বর্ধমান শহরের ডক্টর কৌশিক দাসের কাছে।
চিকিৎসা করার পর নাসিমা খাতুন এর পরিবারকে বলা হয় তার এপেনডিক্স অপারেশন করা হবে। শুক্রবার দিন অপারেশন করা হয় নাসিমা খাতুনকে। তিন ঘণ্টা অপারেশনের পর তাকে আই সি ইউ তো দেওয়া হয়। কিন্তু তারপরে তার শুরু হয় শারীরিক অবনতি। পরিবারের সদস্যদের নাসিংহোম এর পক্ষ থেকে বলা হয় যে কোন ওষুধের থেকে এলার্জি হওয়ার জন্য এটা হয়েছে। মৃত নাসিমা খাতুনের মা সচিমা বেগম শেখ বলেন, কৌশিক দাসকে আমরা দেখাই, তিনি বলেন আমার মেয়ের অ্যাপেন্ডিক্স হয়েছে ভর্তি করতে হবে বুধবার দিন দেখাই।
বৃহস্পতিবার দিন ভর্তি করি এবং শুক্রবার দিন আমার মেয়ের অপারেশন হয়। তারপর হঠাৎই শারীরিক অবনতির কারণে আমার মেয়ে শনিবার দিন রাতে মারা যায়। আমরা এখন চাইছি নার্সিংহোম কর্তৃপক্ষ এবং ডাক্তারবাবুর শাস্তি হোক। সেই জন্য আজ আমরা বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলাম। শুধুমাত্র একটা এপেন্ডিক্স অপারেশনে কি করে একটা জলজ্যান্ত মেয়ে মারা গেল এটাই আমরা জানতে চাই। মৃত নাসিমা খাতুনের পিসোমশাই আব্দুল শুকুর মোহাম্মদ জহর বলেন,আমরা ডক্টর কৌশিক দাস এবং নাসিংহোমের(NurshingHome) বিরুদ্ধে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করলাম।
কৌশিক দাস এর সাথে আমরা যোগাযোগ করতে চাইলে তিনি বলেন তিনি কলকাতায় আছেন এবং পরবর্তীকালে কোনভাবেই তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের রোগীকে অন্য নার্সিংহোমে শিফট করান। নার্সিংহোম এবং ডাক্তারবাবু গাফিলতিতে আমাদের রোগী মারা গেছে।