এই মুহূর্তে




ছট পুজোর আগে দুর্দান্ত উপহার, ৪২ লক্ষ খরচে গোশালায় নির্মিত হচ্ছে সুসজ্জিত ঘাট

নিজস্ব প্রতিনিধি: সামনেই ছট পুজো। এই পুজো মূলত সূর্যদেবের পুজো। শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে এই পরব অনুষ্ঠিত হয়। সাধারণত বিহার , ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের কিছু অংশে ছট পুজোর আচার পালিত হয়। সূর্যপুজোর পাশাপাশি ছট পুজোয় ষষ্ঠী দেবীরও পুজো করা হয়।  পৃথিবীতে জীবনের স্রোত বহাল রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও আশীর্বাদ প্রদানের কামনা করা হয় ষষ্ঠী দেবীর কাছে।

ছট পুজোয় কোনও মূর্তি পুজো করা হয় না। এবার ছট পুজোয় লিলুয়ার বাসিন্দারা পেতে চলেছে এক নতুন পুকুর ঘাট। আসন্ন উৎসব উপলক্ষে গোশালার পুকুর ঘাটকে নতুন রূপ দিচ্ছেন ধর্মেন্দ্র সিং ও তাঁর অনুগামীরা। ঘাট তৈরি করতে খরচ হচ্ছে ৪২ লক্ষ টাকা। প্রতি বছর ছট পুজো উপলক্ষে গোশালার এই পুকুর ঘাটে প্রায় ২৫ হাজার মানুষ আসেন। এই বছরও অন্যথা হবে না। কিন্তু পুকুর থাকলেও ঘাট যথাযথ নাশ থাকায় চিন্তায় পড়েছিলেন এলাকাবাসী। এবার তাঁদের চিন্তামুক্তি ঘটালেন ধর্মেন্দ্র সিং। সূর্যাস্ত এবং সূর্যোদয়- দুই সময়েই মানুষের ভিড় উপচে পড়ে পুকুরে পুজো ও আচার পালনের জন্য।

শুধু যে লিলুয়া থেকেই মানুষ আসে তা নয়, বহু দূর দূরান্ত থেকে মানুষজন ঘাটে আসেন ছট পুজো করতে। আর সেই কারণে এ বছর ঘাটটিকে সুন্দর করে সাজানোর সিদ্ধান্ত গ্রহণ। প্রায় ৪২ লক্ষ টাকা খরচা করা হচ্ছে ঘাট নির্মাণে। আশা করা হচ্ছে আগেবার থেকে এইবারে ছট পুজোয় চিড় বেশি হবে। অন্তত ৩৫ হাজার মানুষ আসার সম্ভাবনা রয়েছে। এত মানুষ আসবেন, তাঁদের সুরক্ষা তো জরুরি। তাই ভক্তদের সুরক্ষা ও নানাবিধ সুবিধার ব্যবস্থা রাখার চেষ্টা করা হচ্ছে গোশালার তরফ থেকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর হাতে বন্দি কাকদ্বীপের ১৪ ম‍ৎস্যজীবী

বন্যাবিধ্বস্ত গ্রামে ত্রাণ হাতে পৌঁছালেন মন্ত্রী, দিলেন আশ্বাস

দার্জিলিঙে বসে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মমতা, সেই বাড়ি পুড়ে ছাই

দুর্গাপুরে কালীপুজোয় এবারের থিম জৈন মন্দির, চোখের সামনে ভেসে উঠবে কালাপানির অত্যাচার

সাঁইথিয়ায় বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী কে? ঘোষণা করে দিলেন কেষ্ট

পদ্ম রাজ্যে সন্ত্রাসের শিকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার হিড়িক, আবেদন ছাড়াল ৭৫ হাজার, শুরু বাছাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ