এই মুহূর্তে

ভোটারের ক্রমিক সংখ্যা চুরি করে নিজের নাম তুলে প্রকৃত ভোটারকে নিখোঁজ দেখানোর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,রানাঘাট:SIR শুনানিতে একের পর এক নানা ধরনের কেলেঙ্কারি ধরা পড়ছে।এবার ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা ভোটারের ক্রমিক সংখ্যা চুরি করে নিজের নাম তুলে প্রকৃত ভোটারকে নিখোঁজ দেখানোর অভিযোগ।নদিয়ার রানাঘাট উত্তর – পশ্চিম বিধানসভা কেন্দ্রের ৩৪নং বুথ নারায়নপুর এলাকার ঘটনা। অভিযোগ হয়রানির শিকার ভোটার।এই বুথের বাসিন্দা নিখিল মণ্ডল পিতার নাম গজেন মণ্ডল ।এর নাম খসড়া তালিকায় নিখোঁজ বা খুঁজে পাওয়া যায়নি এমন তালিকায় প্রকাশ পায়।

কিন্তু একই বুথের আরেক বাসিন্দা নিখিল মণ্ডল(Nikhil Mandal) ।পিতার নাম ঋষিপদ মণ্ডল। তার নাম ভোটার খসড়া তালিকায় রয়েছে।অভিযোগ, বিএলও(BLO) নিজেই এই কাজটি করেছে। দুজনের বাবার নাম আলাদা তাও কিভাবে ম্যাপিং হলো?যদিও বিএলও দাবি করছেন, নতুন সার্ভার এর সমস্যা ছিল। সবার বাবার নাম মনে রাখা যায়না। হুমকি দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। আমার স্বামী হুমকি দেয়নি। নতুন করে নাম উঠে যাবে তালিকায়। অন্য নিখিলের বিষয়টি অভিযোগ করেছি।এদিকে বিএলওকে দায়ী করেছেন বিজেপি বিধায়ক। বিষয়টি তিনি দলকে জানাবেন। যেন নির্বাচন কমিশনকে জানায় দল তাঁর জন্য।এই প্রসঙ্গে নিখিল মণ্ডল অভিযোগ করেন, তাকে দীর্ঘ এক মাস ধরে এই ভুল সংশোধনের জন্য ঘুরতে হচ্ছে।

বিএলওকে বারবার বলা সত্ত্বেও তিনি কোন উদ্যোগ নেননি। এবার নিখিল মণ্ডল বাধ্য হয়ে বিডিও অফিসে অভিযোগ করেন। এখন তাঁকে বলা হচ্ছে নতুন করে তাঁর নাম তুলে দেওয়া হবে। কিন্তু তিনি পুরনো ভোটার। কেন নতুন করে নাম তুলবেন? অপরদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ঘটনার কথা জানিয়ে বিডিও এবং BLO’ র বিরুদ্ধে নির্বাচন কমিশনে তারা নালিশ জানাবেন। যাতে আইনানুগ ব্যবস্থা নেয় কমিশন। এই ধরনের ঘটনা গোটা রাজ্য জুড়েই হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন। জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে। আবার মৃত ভোটারকে জীবিত দেখানো হয়েছে। যিনি সঠিক ভোটার তার নাম বা বাবার নাম বা ক্রমিক সংখ্যা চুরি করে অন্যের এস আই আর ফর্মে বসিয়ে দেওয়া হয়েছে। তবে নিখিল মণ্ডল তার প্রতি হওয়া অন্যায়ের বিচার চাইছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফের বাংলায় মৃত্যু বিএলও-র, এসআইআরের কাজের চাপকে দায়ী করল মৃতার পরিবার

একাধিক জেলায় জারি শৈত্যপ্রবাহের সতর্কতা, আর কতটা নামবে তাপমাত্রা?

রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়

ঝাড়গ্রামের জামবনিতে ফিল্মি কায়দায় জঙ্গলের রাস্তায় ৩ লক্ষ টাকার লুট দুষ্কৃতীদের

বারাসত উড়ালপুলের নিচে ফেন্সিংয়ের কাজে পুরসভাকে বাধা দিল হকাররা, অফিসারকে ঘিরে বিক্ষোভ

শিলিগুড়িতে ব্যাংকের ভেতরে নিরাপত্তারক্ষীর বন্দুক থেকে ছুটল গুলি, আহত শিশু সহ ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ