এই মুহূর্তে




রানীনগরে চোরা পথে এসে ১ বাংলাদেশি সহ ভারতীয় দালাল গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, রানীনগর: কালীপুজোর রাতে অমাবস্যার নিশি অন্ধকারে চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে গ্রেফতার হল এক বাংলাদেশি। ভারতে প্রবেশ করতে ওই বাংলাদেশিকে সাহায্য করার অপরাধে গ্রেফতার হয়েছে এক দালাল।এক বাংলাদেশী এবং এক ভারতীয় দালালকে গ্রেফতার করল রানীনগর থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে রানীনগর থানার(Raninagar P.S.) পাগলির মোড়ে অভিযান চালিয়ে একজন বাংলাদেশি ও এক ভারতীয় দালালকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম মারুফ আলি (১৮) ,বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলায়। এছাড়া ভারতীয় দালালের নাম আনসার আলী ।তার বাড়ি মুর্শিদাবাদের লালগোলা থানা(Laslgola P.S.) এলাকায়। তারপরে দুজনকে গ্রেফতার করে রানীনগর থানার পুলিশ। পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের বুধবার পেশ করা হয় জেলা আদালতে।

কবে এসেছিল ওই বাংলাদেশি এবং আর কারা এসেছে এদেশের জোড়া পথে তা জানতে পুলিশ তদন্ত করছে। এদিকে ,মুর্শিদাবাদ জেলার সাগর দীঘিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক মোটরবাইক চালকের।বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার রতনপুর ১২ নং জাতীয় সড়কে(12 National High way)।মৃতের নাম নাসিরুদ্দিন সেখ।বাড়ি সাগরদিঘি থানার জালবান্ধা।জানা যায়,জালবান্ধা থেকে মোটরবাইকে রতনপুর এলাকায় সবজি কিনতে যাচ্ছিলেন নাসিরুদ্দিন সেখ।

কিন্তু রতনপুরের ১২ নং জাতীয় সড়কেল পারাপার করতে গয়ে দ্রুতগতিতে আসা একটি বাসের সঙ্গে মোটর বাইকের সংঘর্ষ হয়।এরফলে ছিটকে পড়ে যায় নাসিরুদ্দিন।এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে গিয়ে মৃত্যু হয় নাসিরুদ্দিন সেখের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ