24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:43 am
নিজস্ব প্রতিনিধি: পূর্ব বর্ধমানের কেতুগ্রাম কাটোয়া রোডের ননগর মোড়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। জানা গিয়েছে, বাসের স্প্রিং পাতি ভেঙে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরে উল্টে যায় বাসটি। মর্মান্তিক দুর্ঘটনার ফলে মৃত্যু (DEATH) হয়েছে এক যাত্রীর। কমবেশি আহত হয়েছেন প্রায় ৪০জন যাত্রী। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নেমে এসেছে শোকের ছায়া।
আহতদের উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, মৃতের দেহের ময়নাতদন্ত হবে। পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেল ৪টা নাগাদ দধিয়া–কাটোয়া ভায়া পাঁচুন্দি রুটের একটি যাত্রীবাহী বাস ননগর মোড়ের কাছে পৌঁছতেই যাত্রী সহ বাসটি রাস্তার মধ্যেই উল্টে যায়। বাসে এবং বাসের নিচে অনেকে আটকে পড়েন। দ্রুততার সঙ্গে স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে তৎপর পুলিশ। পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
মর্মান্তিক দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল স্থগিত ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। অন্যদিকে, মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।