এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মুখ্যমন্ত্রীকে আমসত্ত্ব খাওয়াতে সাইকেল নিয়ে পথে সায়ন্তিকা

নিজস্ব প্রতিনিধি: দুই দিদির পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তাঁদের পড়া বন্ধ হয়নি। সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) চালু করা কন্যাশ্রী প্রকল্প। দুই দিদি আজ পড়ছে কলেজে বিশ্ববিদ্যালয়ে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানতে সাইকেল চালিয়ে মালদা থেকে কলকাতার কালিঘাটে(Kalighat) এসে তাঁকে আমসত্ত্ব আর গোলাপজাম মিষ্টি খাওয়াতে চাইছে সেই দুই দিদির ছোট বোন সায়ন্তিকা(Sayantika Das)। বয়স তার মাত্র ৮। পড়ে দ্বিতীয় শ্রেনীতে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৬ মে সায়ন্তিকা তাঁর ছোট্ট সাইকেল চালিয়ে মালদা(Malda) জেলার ইংরেজবাজার(English Bazaar) পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের মনস্কামনা পল্লীর বাড়ি থেকে কলকাতার(Kolkata) কালিঘাটের পথে রওয়ানা দেবে সায়ন্তিকা। তবে একা অবশ্যই নয়। সঙ্গে থাকবে বাবা প্রদীপ দাস ও মা উমা দাস। তবে তাঁরা যাবেন বাইকে চপে মেয়ের পিছু পিছু। দুইজনই অবশ্য মেয়ের এহেন কীর্তিতে রীতিমত গর্বিত।

ইতিমধ্যেই সায়ন্তিকার এই সাইকেল চালিয়ে ইংরেজবাজার থেকে কলকাতা যাওয়ার বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছেন প্রদীপবাবু। জানিয়েছেন পুলিশকেও। দুই তরফেই প্রয়োজনীয় অনুমতি মিলেছে। মালদায় গিয়ে আমসত্ত্ব খেতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জেলার প্রসিদ্ধ আমসত্ত্ব মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে সায়ন্তিকা জেদ ধরে। সেই সঙ্গে দুই দিদির পড়াশোনার জন্যও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিতে চায় সায়ন্তিকা। এই বিষয়ে সায়ন্তিকার মা উমা দাসের বক্তব্য, ‘আমার নিজের পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল। কিন্তু বাপের বাড়ির অবস্থা ভালো না থাকায় পড়াশোনা বেশিদূর টানতে পারেনি। বিয়েও হ্যে যায় তাড়াতাড়ি। আমার স্বামী পেশায় গাড়িচালক। সংসারে অনটন আছে। দুই মেয়ের পড়াশোনাও হয়তো বন্ধ হয়ে যেত মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্প না থাকলে। সায়ন্তিকা ছোটবেলায় সেই সমস্যাটা দেখেছে। ছোট হলেও ও কিন্তু বুঝেছে ব্যাপারটা। ও মমতাদিকে খুব ভালবাসে। ও টিভিতে দেখেছিল মমতাদি মালদার আমসত্ত্ব খেতে চেয়েছেন। তারপরেই জেদ ধরে ও সাইকেল চালিয়ে মমতাদিকে আমসত্ত্ব খাইয়ে আসবে। আমরা তাতে বাধা দিতে চাই না।’

সায়ন্তিকার এহেন উদ্যোগে খুব খুশি তার দুই দিদি দিয়া দাস ও পাপিয়া দাস। প্রথমজন এম এ করছে, দ্বিতীয়জন বি এ। খুশি ইংরেজবাজার পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পূজা দাসও। তিনি জানালেন, ‘আমাদের ওয়ার্ডের ছোট্ট মেয়ে সায়ন্তিকা দাস আমাদের এই ওয়ার্ডের গর্ব। দিদির শিক্ষাক্ষেত্রে যে প্রকল্পগুলি রয়েছে, সেগুলির জন্য দিদির সঙ্গে দেখা করে এই ছোট্ট মেয়েটি ধন্যবাদ জানাবে। এটা আমাদের খুব ভাল লাগছে। আমরা তার পাশে থেকে সমস্তরকম সহযোগিতা করবো।’ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে আগামী ২৬ তারিখ রওয়ানা দিয়ে ২৯ তারিখ ক্লকাতার কালিঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে সায়ন্তিকা। সেই সাক্ষাতের অনুমতিও মিলেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তিন তোলাবাজ যুবককে গ্রেফতারের দাবিতে শান্তিপুর থানা ঘেরাও করে ডেপুটেশন দিলেন আমজনতা

জনজাতি সম্প্রদায়কে নিয়ে মায়াপুর ইসকনের তিনদিন ব্যাপী কনভেনশন

নিউটাউনে উদ্ধার হওয়া ক্ষতবিক্ষত যুবক করুণাময়ীর এইচএসবিসি ব্যাংকের কর্মী

মালদার চাঁচলে মিঠুনের রোড শোতে ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূলের

তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুরে দেবের রোড শোতে জনসুনামি

‘বিজেপির ১০ জন নেতা যোগাযোগ রাখছেন’, বোমা ফাটালেন অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর