এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

শীলা অতীত, ঝালদার নয়া পুরপ্রধান সুদীপ

নিজস্ব প্রতিনিধি: এ যেন বাংলার ছোটগল্প। শেষ হয়েও হচ্ছে না শেষ। প্রতিদিনই নিত্যনতুন চমক। নিত্যদিন বদলাবদলি। নিত্যদিনই ক্ষমতা ধরে রাখা আর কেড়ে নেওয়ার পালা। মাঝখান থেকে থমকে শহরের উন্নয়ন। তিতিবিরক্ত আমজনতাও। নজরে বাংলার রাজনীতির অন্যতম নজরকাড়া পুরসভা ঝালদা(Jhalda)। পুরুলিয়া(Purulia) জেলার এই প্রান্তিক পুরসভায় ক্ষমতা কার হাতে থাকবে, কংগ্রেসের(INC) হাতে নাকি তৃণমূলের(TMC) হাতে, তা নিয়েই কার্যত তুঙ্গে উঠেছে টানাপোড়েন। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজী নয়। কার্যত এই পুরসভার ক্ষমতা দখলের বিষয়টি এখন দুই দলের কাছেই বড় ইগো ইস্যু হয়ে দাঁড়িয়ে গিয়েছে বলে মনে করছেন রাজ্য রাজনীতির অভিজ্ঞরা। আর সেই কারণেই চলছে একে অপরের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার ঘটনা। সম্প্রতি ৫জন কংগ্রেস কাউন্সিলরের সমর্থন নিয়ে ঝালদার চেয়ারম্যান পদে শপথ নিয়েছিলেন পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়(Sheela Chattopadhay)। এবার সেই শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ করে দেওয়া হল। শুধু তাই নয়, তাঁর জায়গায় শহরের নতুন পুরপ্রধান করা হল সুদীপ কর্মকারকে(Sudip Karmakar)।

আরও পড়ুন জয় বাংলা, দুর্গাপুজোর বিশ্বস্বীকৃতি এবার দিল্লির রাজপথে

পুরুলিয়া জেলার ঝালদা পুরসভায় গত বছরের পুরনির্বাচনে কংগ্রেস ও তৃণমূল উভয়েই ৫টি করে আসন পেয়েছিল। নির্দলরা পেয়েছিল ২টি আসন। সেই সময় কংগ্রেস তাঁদের ৪ বারের কাউন্সিলত তপন কান্দুকে পুরপ্রধান হিসাবে তুলে ধরে নির্দল কাউন্সিলরদের সমর্থনে বোর্ড গঠনের তোড়জোড় শুরু করে। কিন্তু পুরপ্রধান হিসাবে শপথে নেওয়ার আগেই খুন হয়ে যান তপনবাবু। সেই ঘটনায় ঝড় ওঠে রাজ্য রাজনীতিতে। ওই ঘটনায় তপনবাবুর পরিবার এবং কংগ্রেসের তরফে আঙুল তোলা হয়েছিল তৃণমূলের দিকেই। শুধু তাই নয় কলকাতা হাইকোর্টে ওই ঘটনায় তাঁরা মামলা দায়ের করেন ও সিবিআই তদন্তের দাবিও জানান। আদালত সেই দাবি মেনে নিলে সিবিআই তাঁদের তদন্ত শুরু করে। কিন্তু এখনও পর্যন্ত তপন কান্দু খুনের ঘটনায় তাঁরা তৃণমূলের যোগসূত্র কিছু খুঁজে পায়নি। তপনবাবুর অবর্তমানে প্রথমে নির্দল কাউন্সিলরদের সমর্থনে তৃণমূল বোর্ড গঠন করে। পরে তপনবাবুর ওয়ার্ডের উপনির্বাচনে কংগ্রেস আবারও জয়ী হলে তাঁরা তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা আনেন। সেই ঘটনায় আবার তৃণমূল অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির আয়োজন না করায় কংগ্রেস কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে।

আরও পড়ুন OBC’দের জন্য মমতার বাংলায় এবার নয়া প্রকল্প ‘মেধাশ্রী’

সেই মামলা দায়ের হতেই তৃণমূল তাঁদেরই এক কাউন্সিলরকে ঝাল্রদার প্রশাসক হিসাবে নিয়োগ করে। তার জেরে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তৃণমূলের কাউন্সিলরকে প্রশাসকের পদ থেকে খারিজ করে পুরুলিয়ার জেলা শাসকেই প্রশাসক হিসাবে নিয়োগ করে। কিন্তু কংগ্রেসের দাবি ছিল, তাঁদের ৫জন কাউন্সিলর ছাড়াও তাঁদের পক্ষে ২জন নির্দল কাউন্সিলরের সমর্থনও রয়েছে। ১২ ওয়ার্ডের ওই পুরসভায় ৭জন কাউন্সিলরই একদিকে রয়েছে। সেক্ষেত্রে তাঁদের কেন বোর্ড গঠন করতে দেওয়া হচ্ছে না। সেই প্রশ্ন তুলেই তাঁরা কলকাতা হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে। সেই মামলায় আদালত জানায় জেলা শাসকের উপস্থিতিতে ঝালদায় নতুন করে পুরপ্রধান নির্বাচন করতে হবে এবং পুরো ঘটনার ভিডিও রেকর্ড করে রাখতে হবে। সেই রায় মেনে দিন চারেক আগে শীলা চট্টোপাধ্যায়কে পুরপ্রধান হিসাবে তুলে ধরে বোর্ড গড়ে কংগ্রেস। তপনবাবুর স্ত্রী পূর্ণিমা কান্দু হন উপপুরপ্রধান। কিন্তু বৃহস্পতিবার ঝালদার মহকুমা শাসক শীলার কাউন্সিলর পদটাই খারিজ করে দেন ও তৃণমূলের কাউন্সিলর সুদীপ কর্মকারকে নতুন পুরপ্রধান হিসাবে নিয়োগ করেন।

আরও পড়ুন কেন বন্ধ করে দেওয়া হচ্ছে হুক্কা-বার, রিপোর্ট তলব হাইকোর্টের

শীলার কাউন্সিলর পদ খারিজ প্রসঙ্গে ঝালদার মহকুমা শাসক পুরুলিয়ার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও পুরসভার কার্যনির্বাহী আধিকারিকের কাছে পাঠানো নোটিসে জানিয়েছেন, পুর আইন অনুযায়ী নির্বাচিত হওয়ার ছ’মাসের মধ্যে একদল থেকে অন্য দলে যাওয়া যায় না। শীলা নির্দল কাউন্সিলর হিসাবে নির্বাচিত হলেও তিনি তৃণমূলের সদস্য পদ ত্যাগ করেননি। অর্থাৎ তৃণমূল সদস্য হিসাবেই তিনি ভোটে জিতেছেন ও পরে পুরপ্রধান হয়েছেন কংগ্রেসে যোগ দিয়ে। তাই তাঁর পদ খারিজ করা হচ্ছে। যদিও এই নোটিসে এটা জানানো হয়নি কেন সুদীপ কর্মকারকেই নতুন পুরপ্রধান হিসাবে নিয়োগ করা হল। এটাও জানানো হয়নি ওই দায়িত্ব কেন উপপুর প্রধান হিসাবে পূর্ণিমা কান্দুকে দেওয়া হয়নি। আর কেনই বা কংগ্রেসকে বাদ দিয়ে তৃণমূলের হাতেই বোর্ড তুলে দেওয়া হল সেটাও জানানো হয়নি। প্রশ্নের মুখে পড়েছে শীলার কাউন্সিলর পদ খারিজের বিষয়টি। গোটা ঘটনা নিয়ে ফের আদালতের দ্বারস্থ হচ্ছে কংগ্রেস, এমনটাই জানা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিদ্যুতের আমলে বিশ্বভারতীতে বন্ধ ‘কন্যাশ্রী’ শুরু করতে উপাচার্যকে চিঠি অভিভাবকদের

লোকসভা ভোটের আগে ময়ূরেশ্বরে ২ সশস্ত্র দুষ্কৃতী হাতেনাতে পাকড়াও

রবিবার দক্ষিণবঙ্গের ৬ জেলায় তাপপ্রবাহের ‘লাল সর্তকতা’ জারি

‘সমুদ্রসাথী’ প্রকল্পে মৎস্যজীবীদের নাম নথিভুক্ত নিয়ে বিভ্রাট, ক্ষুব্ধ মৎস্যজীবীরা

‘এ রাজ্যে তো কংগ্রেস-সিপিএম-বিজেপি ভাই-ভাই সঙ্ঘ’, কটাক্ষ মমতার

‘কে কী খাবে তা নিয়ে আপনারা কেন ধমকাবেন’, প্রশ্ন ক্ষুব্ধ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর