এই মুহূর্তে




সাঁইথিয়ার পর সিউড়ির কুখুডিহি গ্রামে মাটির বাড়িতে বোমা বিস্ফোরণ




নিজস্ব প্রতিনিধি, বীরভূম: সাঁইথিয়ার পর এবার সিউড়ির কুখুডিহি গ্রামের মাসাঁইথিয়ার পর এবার সিউড়ির কুখুডিহি গ্রামের(Kukhudihi Village) একটি মাটির বাড়িতে বোমা বিস্ফোরণ। বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ । বিস্ফোরনে উড়ল পরিত্যক্ত মাটির বাড়ির টিনের ছাউনি । ঘটনায় আহত হয়নি কেউ । স্থানীয় সূত্রে জানা যায় , বুধবার গভীর রাতে এই বিস্ফোরণের(Explosion) ঘটনা ঘটেছে । বিস্ফোরণের ঘটনা ঘটেছে মুর্তজা নামে এক ব্যক্তির বাড়িতে ।

যদিও নতুন বাড়ি করে সেখানে থাকতে শুরু করায় ওই বাড়িতে কেউই থাকতেন না। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় সিউড়ি থানার(Siuri P.S.) পুলিশ। কিভাবে ঘটল এই বিস্ফোরণ তদন্ত শুরু করেছে পুলিশ।চাষবাস ও টোটো চালিয়ে উপার্জন করা বাড়ির মালিক মূর্তজা এলাকায় ভালো ছেলে বলেই পরিচিত। তাদের ওই বাড়িতে না থাকার সুযোগ নিয়ে কেও ওখানে বোমা রেখে ছিল মত গ্রামবাসীদের একাংশের। একই কথা বলছেন তৃণমূল নেতৃত্বও। পুলিশ ঘটনাস্থল থেকে বোমার মসলা উদ্ধার করেছে।

ফরেনসিক টিম সেখানে পাঠানো হচ্ছে। ঘটনা তদন্ত হচ্ছে। যাদের পরিতক্ত বাড়ি তাদের জবানবন্দী রেকর্ড করেছে পুলিশ। পরিত্যক্ত বাড়িতে কাদের আনাগোনা ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সেখানে একাধিক বোমা রাখা ছিল। বোমাগুলো কতটা শক্তিশালী ছিল তা যাচাই করছে পুলিশ।ওই মাটির বাড়িতে এত জোর বিস্ফোরণ হয়েছে যে তার মাথায় থাকা টিনের চাল উড়ে গিয়ে গাছের ডালে আটকে গিয়েছে। যদি ওই বাড়িতে কেউ বসবাস করত তাহলে সে ক্ষেত্রে গুরুতর আহত বলে পুলিশ মনে করছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিঘায় হোটেলের ঘর ভাড়ার রেট নির্দিষ্ট করতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা , মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা

কেরলের নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের হাতে ফিরিয়ে দিল বেলিয়াবেড়া থানা

অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে মহকুমা শাসকের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন বৃদ্ধার

জল্পেশ মন্দিরে স্কাইওয়াক, ভিড়ের হাত থেকে মিলবে রক্ষা

OBC-র বিজ্ঞপ্তিতে হাইকোর্টের স্থগিতাদেশে প্রশ্নের মুখে ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ