এই মুহূর্তে




ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

নিজস্ব প্রতিনিধি: বাজার থেকে সকলেই আমরা সবজি কিনি। অনেক সময় তাড়াহুড়োয় হয়তো লক্ষ্য করা হয় না বাজারের থলেতে আদপে কী হল। আসলে ব্যস্ততায় বাজার করা, বাড়ি ফিরে তড়িঘড়ি খেয়ে বেরোনো। আর তাতেই আসতে পারে বিপদ। বিপদ এলো প্রায় না বলে।

মালদহের ইংলিশ বাজার পুরসভার অন্তর্গত ২৭ নম্বর ওয়ার্ডের মনস্কামনা পল্লী এলাকার বাসিন্দা রাজু রায়। প্রতিদিন সকালে উঠে বাজার করা তাঁর নেশা। এদিন সকালেও নিয়ম করে বাজারে যান তিনি। এখন শীতকাল, সবজি খেয়েই তো সুখ। তাই ঝলঝলিয়া বাজার থেকে অন্যান্য সবজির সঙ্গে বাড়িতে কিনে নিয়ে আসেন দুটি ফুলকপি। তারপর ফ্রিজেও রেখে দেন সেগুলি। পরের দিন সকালে স্ত্রী রান্না করার জন্য ফ্রিজ থেকে ফুলকপি গুলো বের করতে গিয়ে তো চকশু চড়কগাছ হয়ে যাওয়ার জোগার।

সকাল সকাল যেন আত্মমারাম খাঁচা ছাড়া হওয়ার মতো অবস্থা। দেখা যায় ফুলকপির ভেতরেই পেঁচিয়ে রয়েছে একটি সাপ। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির সকলে। ভয়ে চিৎকার শুরু করেন তিনি। স্ত্রীর চিৎকার শুনে ছুটে আসেন রাজু রায় নিজে। তিনি কোনওক্রমে ফ্রিজের ট্রে বাইরে নিয়ে গিয়ে জঙ্গলে সাপটিকে ছেড়ে আসেন। এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন তিনি। সেই সঙ্গে সকলকে সচেতন করেছেন। বলেছেন বাজার থেকে সবজি কেনার সময় অবশ্যই দেখে কিনুন। বাড়িতে ফ্রিজে ঢোকানোর আগে অবশ্যই ভাল করে দেখে তবে ফ্রিজে রাখুন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়রা এখন বাজার যেতেই যেন ভয় পাচ্ছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

প্রকাশ্যে SIR এর ভিন্ন ছবি, গ্রামে ফিরে স্কুলপড়ুয়াদের খাওয়ালেন পরিযায়ী শ্রমিক

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

হায় রে স্বার্থ! SIR শুরু হতেই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক সন্তানদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ