এই মুহূর্তে




‘বাংলার মাটি সম্প্রীতির মাটি’, ফুরফরা শরিফ থেকে বিরোধীদের জবাব মমতার




নিজস্ব প্রতিনিধি, ফুরফুরা শরিফ: ফের একবার ধর্মের কারবারি রাজনৈতিক নেতাদের বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তাঁর ফুরফুরা শরিফ আসা নিয়ে কোরাস সুরে আক্রমণ শানিয়েছেন ‘রাম-বাম’ শিবিরের দুই ‘বাক-সর্বস্ব’ নেতা শুভেন্দু অধিকারী-সুজন চক্রবর্তীরা। নাম না করে তাঁদের পাল্টা বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি ফুরফুরা শরিফে এসেছি বলে আনেকে অনেক কিছু বলছেন। কই যখন কাশী-বিশ্বনাথ, পুস্করে যাই তো, তখন তো কেউ প্রশ্ন তোলেন না? যখন দুর্গা-কালীপুজোয় যাই, তখন তো কেউ প্রশ্ন করে না। মনে রাখবেন, আমি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং সব ধর্মীয় অনুষ্ঠানেই সামিল হই। আমার বাংলার মাটি সম্প্রীতির মাটি। এখানে যত ষড়যন্ত্র চলুক, কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবেন না।’

রাজ্যের প্রশাসনিক প্রধানের কুর্সিতে আসীন হওয়ার পরে এই নিয়ে তৃতীয়বার ফুরফুরায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ বার এসেছিলেন ৯ বছর আগে। সোমবার (১৭ মার্চ) বিকেল ৫টা ৯ মিনিটে ফুরফুরায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী। ফুরফুরার পীরজাদা ত্বহা সিদ্দিকী-সহ অন্যান্যদের সঙ্গে ইফতারে অংশ নেন। ফুরফুরা শরিফে তাঁর ইফতারে অংশ নেওয়াকে বিঁধেছেন বিজেপি-কংগ্রেস ও সিপিএম নেতারা। নিন্দুকদের সমালোচনার জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি খ্রিষ্টানদের অনুষ্ঠানেও যাই, ঈদ মোবারকেও যাই, নিজে ইফতার করি, পাঞ্জাবিদের গুরুদ্বারে যাই, গুজরাতিদের ডান্ডিয়া নাচেও যাই। যখন কাশী-বিশ্বনাথে যাই তখন তো কেউ প্রশ্ন তোলেন না? কালীপুজো, দুর্গাপুজোয় গেলে প্রশ্ন তোলেন না? আমি মনে করি, বাংলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। সকলের হয়ে আজ দোয়া করলাম।’

পীরজাদা ত্বহা সিদ্দিকীকে পাশে বসিয়ে ফুরফুরার জন্য একগুচ্ছ ‘উপহার’ ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘হুগলিতে একটা পলিটেকনিক কলেজ তৈরি হবে। ১০০ বেডের একটা হাসপাতাল তৈরি করা হবে।  ওই হাসপাতালের নাম রাখা হবে আবু বকরের নামে।’ ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য রাজ্যে নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওবিসি সংক্রান্ত মামলা চলছে আদালতে। আমরা চেষ্টা করছি। অনেক চিকি‍ৎসক- নার্সদের নিয়োগের লিস্ট তৈরি হয়ে রয়েছে৷ ওই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেই হাসপাতাল চালু করা হবে।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শালবনিতে রেলগেটে সজোরে ধাক্কা যাত্রীবাহী বাসের, গুরুতর জখম ১৫

পহেলগাঁও হামলার জের, রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের বৈঠক, নজরে সীমান্ত

“মারতে মারতেই ওরা ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করেছে”, ওড়িশায় চরম হেনস্থার শিকার পরিযায়ী শ্রমিকরা

কালবৈশাখীর সতর্কতা, দক্ষিণের কোন জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

রাতে স্কুলে বন্যপ্রাণীর উৎপাত, ক্লাস রুমে খাঁচা বসানো হল বনদফতরের উদ্যোগে

পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে বিক্ষোভ দেখালেন হিন্দু সমাজকল্যাণ সমিতির কার্যকর্তারা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর