এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

তিন দিনে দু’বার আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস, তদন্তে রেল

নিজস্ব প্রতিনিধি: ফের আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। মঙ্গলবার নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) থেকে ছেড়ে আসার পথে ট্রেনের দুটি কামরায় এলোপাথাড়ি পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় ওই ট্রেনের সি -৩ এবং সি-৬ কামরার জানালায় কাচে ফাটল ধরে যায় বলে অভিযোগ। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ঘটনার তদন্তে নেমেছে রেল।

উল্লেখ্য সোমবার ডাউন বন্দে ভারত এক্সপ্রেসের মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কুমারগঞ্জ এলাকায় ট্রেনে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার ২৪ ঘন্টা যেতে না যেতে মঙ্গলবার ফের একইভাবে পাথর ছুঁড়ে গেটের কাচ ভাঙে দুষ্কৃতীরা। জানা গিয়েছে মঙ্গলবারের ঘটনার ফলে বন্দে ভারত এক্সপ্রেসের দুটি কামরার জানালার কাচে ফাটল ধরেছে। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রীরা। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এনএফএল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, গত সোমবারের ঘটনার পর মঙ্গলবারের ডাউন নিউ জলপাইগুড়ি – হাওড়া গামী বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনায় দুটি জানালার কাছে ফাটল ধরেছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রেল কর্তারা। এরকম ঘটনা এড়াতে জোর তদন্ত শুরু করেছে রেল প্রশাসন। তবে এ ব্যাপারে এনএফ রেল কর্তৃপক্ষের তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে রাজ্যে বন্দে ভারত ট্রেনে হামলায় সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশে বন্দে ভারত এক্সপ্রেসে যে তিন বার হামলার ঘটনা ঘটেছিল, তাও তুলে ধরে সমস্ত ঘটনার তদন্ত দাবি করা হয়েছে। মঙ্গলবার টুইটারে কুণাল ঘোষ লেখেন, ‘তৃণমূল কংগ্রেস ‘বন্দে ভারত’-এ পাথর নিক্ষেপের তীব্র নিন্দা করেছে। আমরা সঠিক তদন্ত দাবি করছি।’ একইসঙ্গে তিনি লেখেন, উত্তরপ্রদেশে তিনবার একই ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলি নিয়েও বলা উচিত। কুণাল লেখেন, এটা কি সস্তা রাজনীতিকে উস্কে দেওয়ার পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র, এর নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দ্বিতীয় দফার জনমতও অনুকূলে থাকবে, দাবি তৃণমূলের, চাপে বিজেপি

নদিয়ায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনাই মৃত্যু হল এক যুবকের, শোকের ছায়া পরিবারে

অনলাইন প্রতারণা চক্রের ৬ ব্যাক্তিকে গ্রেফতার করল শান্তিপুর থানা

কাঁচালঙ্কা চিবিয়ে খান, বেটে মুখে মাখেন, নদিয়ার শেখর সিকদারের কীর্তিতে হতবাক সকলে

এক ফোঁটা বৃষ্টির জন্য নামাজ পড়ার মধ্যে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা

আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন শাহজাহান?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর