এই মুহূর্তে

সোনার তালের সন্ধানে এক ব্যক্তিকে অপহরণ করে পুলিশের হাতে পাকড়াও ৮ দুষ্কৃতী

নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া: সুদূর জম্মুতে একটি সোনার দোকানে কাজ করেন পূর্ব মেদিনীপুর জেলার সৌমেন পাত্র। তার কাছে প্রচুর সোনা রয়েছে। এই ধারণা থেকে রবিবার খড়গপুর হাওড়া জাতীয় সড়কের সিদ্ধা বাজার এলাকায় সৌমেন পাত্র নামে এক সোনার দোকানের কারিগরকে অপহরণ করে আট দুষ্কৃতী। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারের উদ্যোগে নাকা চেকিং শুরু হয় জাতীয় সড়কের বিভিন্ন জায়গায়। দুষ্কৃতীরা ওই সোনার দোকানের কারিগরকে অপহরণ করে নিয়ে পালানোর সময় তমলুক থানার (Tamluk P.S.)পুলিশের নাকা চেকিংয়ে হাতেনাতে ধরা পড়ে। জানা গেছে, নিমতৌড়িতে অপহৃত সোনার দোকানের কারিগর সহ দুষ্কৃতীদের গাড়ি সহ আটক করে পুলিশ। এরপর অপহরণকারীদের গ্রেফতার করে পুলিশ।

ওই দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে সৌমেন পাত্রর কাছে নাকি অনেক সোনা রয়েছে এই খবর পেয়েই তাঁরা তাঁকে অপহরণ করেছিল। ওই সোনার কারিগর যে সোনার দোকানে জম্মুতে কাজ করতেন, সেখান থেকে প্রচুর সোনা চুরি করে বাংলায় ফিরেছেন এমনটা জানতে পারে অপহরণকারীরা। সেই সোনা হঠাৎ এই সৌমেন পাত্রকে(Soumen Patra) অপহরণ করেছিল তাঁরা। তাদের উদ্দেশ্য ছিল ওই সোনার কারিগরকে বর্ধমান জেলার কোথাও নিয়ে গিয়ে আটকে রাখা। কিন্তু সৌমেন পাত্র অপহরণ হওয়ার পরেই পাঁশকুড়া থানার(Paskura P.S.) পুলিশ তা জানতে পেরে দ্রুত জেলার পুলিশ সুপার মিতুন কুমার দেকে বিষয়টি জানান। পুলিশ সুপারের তৎপরতায় অপহরণের সঙ্গে সঙ্গেই খড়গপুর হাওড়া জাতীয় সড়কে বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু হয়।

পুলিশের এই তৎপরতা তমলুক থানার পুলিশের নাকা চেকিঙে নিমতৌড়িতে(Nimtouri) ধরা পড়ে অপহরণকারীরা। ফলে তাদের ওই সোনা কারিগরকে অপহরণ করে বর্তমানে খন্ড ঘোষে নিয়ে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যায়। পুলিশ ধৃত আট অপহরণকারী কে সোমবার তমলুক জেলা আদালতে(Tamluk Court) পেশ করে। তদন্তের স্বার্থে অপহরণকারীদের হেফাজতি নিয়ে জেরা করবে পুলিশ। যে সোনার কারিগরকে অপহরণ করা হয়েছিল সেই সৌমেন পাত্রর বাড়ি ডেবরাতে। তমলুক ও পাঁশকুড়া থানার যৌথ উদ্যোগে অপহরণকারীরা আপাতত পুলিশ হেফাজতে। তাদের জেরা করে এই চক্রের আর কোন অপরাধ আছে কিনা এবং এই পরিকল্পনার পেছনে আর কি কি উদ্দেশ্য ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফের বাংলায় মৃত্যু বিএলও-র, এসআইআরের কাজের চাপকে দায়ী করল মৃতার পরিবার

একাধিক জেলায় জারি শৈত্যপ্রবাহের সতর্কতা, আর কতটা নামবে তাপমাত্রা?

রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়

ঝাড়গ্রামের জামবনিতে ফিল্মি কায়দায় জঙ্গলের রাস্তায় ৩ লক্ষ টাকার লুট দুষ্কৃতীদের

বারাসত উড়ালপুলের নিচে ফেন্সিংয়ের কাজে পুরসভাকে বাধা দিল হকাররা, অফিসারকে ঘিরে বিক্ষোভ

শিলিগুড়িতে ব্যাংকের ভেতরে নিরাপত্তারক্ষীর বন্দুক থেকে ছুটল গুলি, আহত শিশু সহ ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ