এই মুহূর্তে




‘তোমাদের জন্য গোটা দেশবাসী গর্বিত’, বিশ্বকাপ জয়ী ভারতের মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন মমতার

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! ভারতের বোলারদের দাপটে কুপোকাত দক্ষিণ আফ্রিকা। অনেক বাধাবিপত্তি কাটিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতল ভারত। দেশের মাথায় জয়ের মুকুট পরিয়ে দিল ভারতের রানিরা। ২০২৩ সালে রোহিত-বিরাটদের বিশ্বকাপ না জেতার সেই চোখের জল মোছালেন হরমনপ্রীত, স্মৃতিরা। রীতিমতো ইতিহাস সৃষ্টি গড়ল ভারত। এর আগে ২০০৫ এবং ২০১৭ সালে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত পৌঁছেও দেশে ট্রফি আনতে পারেনি ভারতীয় মহিলা দল।

অবশেষে সব রেকর্ড ভেঙে ৪৭ বছর পর জয়ের শিরোপা জিতল ভারত। দক্ষিণ আফ্রিকাকে অল আউট করে ৫২ রানে জিতল ভারত। রবিবার ভারী বৃষ্টির কারণে খেলা কিছুটা বিলম্ব হলেও ফুল ফর্মে ছিল দুই দল। ২৯৮ করে বিরোধী দলকে ২৯৯ টার্গেট দেয় হরমনপ্রীতরা। অবশেষে ভারতের পেসারদের ক্যাচ নেওয়া, বোল্ড আউটের স্নায়ুযুদ্ধে আর জিততে পারল না দক্ষিণ আফ্রিকা। জিতলে এই দেশও প্রথম বিশ্বকাপ নিয়ে যেত দেশের মাটিতে। আজ ভারতের জয় গোটা দেশবাসীকে আনন্দ দিচ্ছে। ভারতের মেয়েদের জয়ে খুশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি ICC মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারত জেতার সঙ্গে সঙ্গেই দেশের রানিদের অভিনন্দন জানিয়েছেন। তিনি সমাজ মাধ্যম ‘এক্স’-এ নিজের হ্যান্ডেলে লিখেছেন, ‘আজ আমাদের মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ ফাইনালে যে অবিশ্বাস্য কীর্তি গড়েছে তার জন্য গোটা দেশবাসী গর্বিত। গোটা প্রতিযোগিতা জুড়ে তারা যে লড়াই দেখিয়েছে তা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তোমরা প্রমাণ করেছ যে তোমরা শীর্ষ স্তরে একটি বিশ্বমানের দল এবং তোমরা আমাদের কিছু অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছ। তোমরা আমাদের নায়ক। ​ভবিষ্যতে তোমাদের জন্য আরও অনেক বড় জয় অপেক্ষা করছে। আমরা তোমাদের সঙ্গে আছি!’

এ বছরের শুরু থেকেই বিশ্বকাপে একেবারে ফুল ফর্মে ছিল ভারতীয় টিম। হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মান্ধানার নেতৃত্বে একাধিক ম্যাচ জিতেছে ভারত। তবে তাদের জেতার পথ প্রশস্ত হয়ে গিয়েছিল সেমি ফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পরেই। সেদিনের ম্যাচে ১২৭ রানে অপরাজিত থেকেছিলেন জেমাইমা রদ্রিগেজ। বলা চলে তিনিও একেবারে দায়িত্ব নিয়ে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ফাইনালে এগিয়ে দিয়েছেন।তবে ফাইনালে মাত্র ২৪ রানে তাঁকে আউট হতে হয়। তবে শেফালি বর্মা, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মার চওড়া ব্যাটে মনোবল ফিরে পায় ভারত। তেমন বোলিংয়েও জোর দেখিয়েছেন দীপ্তি, রাধিকা যাদবরা। অবশেষে দক্ষিণ আফ্রিকাকে একেবারে দুরমুশ করে ৪৭ বছর পর বিশ্বকাপ জিতল ভারত।  

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ RSS নেতার বিরুদ্ধে

অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি হাকিমপুর সীমান্তের পথে, আটক করল বিএসএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ