এই মুহূর্তে




‘বাংলাদেশে নিরীহ হিন্দুদের ওপর অত্যাচার করার ফ্যাশনটা বন্ধ হওয়া উচিত’, বার্তা দিলীপের

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনই দিল্লি গিয়েছেন অমিত শাহের তলব পেয়ে। আর এদিনই বাংলাদেশের(Bangladesh) পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বঙ্গ বিজেপির(Bengal BJP) প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। এদিন তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বাংলাদেশে হিন্দুদের(Hindus) ওপর অত্যাচার(Tortured) হলে এখানে তার প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের জনগণের সেখানকার সরকার বদলের অধিকার রয়েছে। কিন্তু তা বলে প্রতিবার সরকার বদলের সঙ্গে সঙ্গে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা বন্ধ করতে হবে। বাংলাদেশে নিরীহ হিন্দুদের ওপর অত্যাচার করার ফ্যাশনটা বন্ধ হওয়া উচিত।’ গতকাল শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তেই সেখানে হিন্দুদের ওপর হামলার একের পর এক খবর, ভিডিও ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়াতে। সেই সব খবরের জেরেই এদিন  হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ।

আরও পড়ুন ‘জামাতরা দেশটাকে পাকিস্তান-আফগানিস্তান বানাতে চাইছে’, ক্ষোভ উগরে দিচ্ছেন পদ্মা পাড়ের মানুষেরা

এদিন দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘বাংলাদেশে কোনও আন্দোলন হলেই সবার আগে হিন্দুরা আক্রান্ত হবেন এই ফ্যাশনটা বন্ধ হওয়া দরকার। বাংলাদেশের জনগণের সেখানকার সরকার বদলের অধিকার রয়েছে। কিন্তু যেহেতু আমাদের পড়শি দেশ তাই আমাদের ওপরে কিছুটা চাপ পড়ে। গত ৭৫ বছরের ইতিহাস বলছে, বাংলাদেশে যে কোনও বিষয়ে আন্দোলন হোক, ওখানে প্রথমে সংখ্যালঘু হিন্দুদের ওপরে আক্রমণ আসে। তাদের জমি বাড়ি সম্পত্তি তাদের মা বোনের সম্মান নিয়ে টানাটানি হয়। এবারেও শুরু হয়ে গেছে। হিন্দু মন্দির ভাঙছে, হিন্দু মহিলাদের ওপর অত্যাচার করছে, হিন্দু নেতাকে হত্যা করা হয়েছে, হিন্দুর সম্পত্তি নষ্ট করা হয়েছে। আমি আশা করব, সেনা সেখানে ক্ষমতা হাতে নিয়েছে। তারা হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করবে। আমরা নজর রাখছি, সতর্ক আছি। কিন্তু ওখানে হিন্দুদের ওপর অত্যাচার হলে এখানেও প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেরকম কিছু হবে না বলে আশা করি।’

আরও পড়ুন শুভেন্দুকে শাহি তলব, দিল্লি উড়ে গেলেন বাংলার বিরোধী দলনেতা

দিলীপ ঘোষের কথায়, ‘ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আমরা গত ৭৫ বছর ধরে দেখেছি ওখানকার হিন্দু সমাজ কী করে মার খেয়ে আছে। আর যখন উপায় থাকে না তখন ভিটেমাটি ছেড়ে পালিয়ে আসে সর্বস্ব হারিয়ে। সেই ভয় থেকে সবাই বলতে শুরু করেছে, যে আবার সেই পরিস্থিতি হবে কি না। আবার উদ্বাস্তুর ঢল আসবে কি না। আমরাও সতর্ক আছি। ভারত সরকার যথেষ্ট শক্তিশালী। যদি বাংলাদেশে অত্যাচার অনাচার হয় আমি কিন্তু চুপ করে বসে থাকবো না। এক সময় কলকাতায় ওখানকার হিন্দু সমাজকে রক্ষা করার জন্য মিছিল বার করেছিলাম। বলেছিলাম, মৈত্রী এক্সপ্রেস বন্ধ করে দেব। কারণ এখান থেকে চাল, ডাল, তেল, নুন, কাপড়, সার, কয়লা, গরু না গেলে ওখানকার জীবন চলে না। সব দিয়ে ওখানকার হিন্দু সমাজ যাদের পূর্বপুরুষ ওই দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন সেই নিরীহ হিন্দুদের ওপর অত্যাচার করা, এই ফ্যাশনটা বন্ধ হওয়া উচিত।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ