এই মুহূর্তে




সকাল থেকেই বন্ধ দ্বিতীয় হুগলি ব্রিজ, কোন রাস্তা দিয়ে যাবেন

নিজস্ব প্রতিনিধি: রক্ষণাবেক্ষণের জন্য রবিবার সকাল থেকেই বন্ধ রয়েছে দ্বিতীয় হুগলী সেতু। সকাল ৬ টা থেকে ২ টো পর্যন্ত ৮ ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল। ব্রিজ বন্ধ থাকার কারণে কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতের বিকল্প রাস্তা হিসেবে হাওড়া ব্রিজ দিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। আগেই জানানো হয়েছিল, ব্রিজের স্টে ও হোল্ডিং ডাউন পাল্টানো হবে বলেই সেতু বন্ধ রাখার পরামর্শ দেওয়া হবে। কলকাতার অন্যতম ব্যস্ত সেতু দ্বিতীয় হুগলি ব্রিজ। সপ্তাহান্ত হলেও, পথচলতি বহু মানুষ যে বেশ অনেকটা সময়ের জন্য অসুবিধার সম্মুখীন হচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না।

তাছাড়া কোলাঘাট কিংবা ডানকুনির দিক থেকে কলকাতায় যে সমস্ত গাড়ি আসবে সেগুলি নিবেদিতা সেতু দিয়ে যাতায়াত করবে। কলকাতা থেকে হাওড়ার দিকে যাওয়ার জন্য নিবেদিতা সেতু বা হাওড়া ব্রিজ ধরা যাবে। কলকাতার দিক থেকে আবার বেশ কিছু যাত্রীবাহী গাড়ি কাজীপাড়া, জিটি রোড এবং আন্দুল রোড হয়ে জাতীয় সড়কে যাবে। বেশ কিছু গাড়িকে শৈলেন মান্না সরণি ধরে হাওড়া-আমতা রোড দিয়ে নিবড়া হয়ে জাতীয় সড়ক অথবা মাইতি পাড়ার দিকে বের করা হচ্ছে। এছাড়া ব্যবহার করা যাবে বালি ব্রিজ। 

তবে এই প্রথম যে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকছে তা নয়, এর আগেও ব্রিজ মেরামতির কারণে বন্ধ রাখা হয়েছিল কলকাতার অন্যতম ব্যস্ত সেতুকে। যেমন গত ১১ অক্টোবর বন্ধ ছিল দ্বিতীয় হুগলি সেতু। সেদিন ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত মোট চার ঘন্টা এবং রবিবার বিকেল ৩টে থেকে রাত্রি ৮টা পর্যন্ত মোট পাঁচ ঘন্টা এই সেতু বন্ধ রাখা হয়েছিল।

সাধারণত সপ্তাহের অন্যান্য দিনগুলিতে দ্বিতীয় হুগলি সেতুর ওপর যান চলাচলের চাপ অনেক বেশি থাকে। একথা অস্বীকার করা যায় না যে রবিবার সেই চাপ অনেক কম। সেই জন্যই সেতু রক্ষনাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য ছুটির দিনকেই বেছে নেওয়া হয় সাধারণত। এবারও অন্যথা হল না। তাই রবিবারের সকালে বাড়ি থেকে বেরোনোর আগে পড়ে নিন এই প্রতিবেদন।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

চার বছর আগে চলে যাওয়া গৃহবধূ ভোটার কার্ডের খোঁজে প্রাক্তন স্বামীর বাড়িতে, তারপর…

৫ দিন নিখোঁজ থাকার পর জলাশয়ে ভাসল শিশুকন্যার দেহ, শোকের ছায়া গ্রামে

‘ভোটে লড়ার জন্য টিকিট চাইনি’, ফের সরব দিলীপ ঘোষ

কলকাতা থেকে গ্রেফতার জাল নথি সহ আফগান নাগরিক

SIR প্রক্রিয়া সঠিকভাবে চলছে তো? জানতে রাজ্যে এলেন কমিশনের প্রতিনিধিরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ