-273ºc,
Friday, 2nd June, 2023 8:22 pm
নিজস্ব প্রতিনিধি: মাটির নিচে রয়েছে গুপ্তধন। অমাবস্যার গভীর রাতে প্রাপ্তিযোগ রয়েছে সেই গুপ্তধনের। কী গুপ্তধন? কলসি ভর্তি সোনা! আর তা পেতে গিয়েই মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন এক ব্যক্তি। ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে নদিয়া জেলায়।
তাহিরপুর থানার বীরনগর জয়পুরের ঘটনা। নিজেকে তান্ত্রিক দাবি করে নারায়ণ সরকার নামে এক ব্যক্তি। অভিযোগ, অমর চক্রবর্তী নামে এক ব্যক্তিকে সে বলেছিল তাঁর বাড়ি এবং চাষের জমির নিচে রয়েছে গুপ্তধন, সোনার কলসি। তা পাওয়ার উপায় বাতলে দেবেন দাবি করে এক বছরে দফায় দফায় নারায়ণ সরকার নিয়েছিল ১ লক্ষ ২০ হাজার টাকা। শুধু তাই নয়, হাতিয়েছিল ৩ টি ছাগল।
এদিকে প্রায় এক বছর পেরিয়ে যাওয়ায় তান্ত্রিককে জোর করতে থাকেন অমর। তাঁর বাড়ি থেকে কিছু দূরে একটি নির্জন জায়গায় রয়েছে একটি পুকুর। চলতি মাসের গত ২৩ তারিখ রাতে সেখানে অমরকে নিয়ে গিয়েছিল তান্ত্রিক। বলেছিল নতুন গামছা পরে ওই পুকুরে নামতে।
অভিযোগ, নামতে গেলেই তাঁকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে তান্ত্রিক ও তার সহযোগী। রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় কোনও রকমে পালিয়ে প্রাণ রক্ষা করেন অমর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে ফিরে পরিবারের সদস্যকে সমস্ত কথা খুলে বলেন অমর। এরপর স্থানীয়দের সহযোগিতায় তাঁকে নিয়ে যাওয়া হয় বীরনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় রানাঘাট আনুলিয়া হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, অমরের ক্ষত বিক্ষত দেহে ৬০টি স্টিচ করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় থানা সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ রুজু করা হয়েছে। নিজেকে তান্ত্রিক দাবি করা নারায়ণকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত নারায়ণের সহযোগীর খোঁজ চালানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মনে করা হচ্ছে গুপ্তধনের টোপ দিয়ে টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল। কোপানোর পেছনে অন্য কোনও কারণ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ছবি: প্রতিকী