এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

জিতেন্দ্র’র তৃণমূলে প্রত্যাবর্তনের সম্ভাবনা আরও উস্কে দিলেন শিবদাসন

নিজস্ব প্রতিনিধি: বাংলার মানুষের মন জয় নিয়ে টুইট করতেই বাংলার রাজনীতিতে জল্পনা ছড়িয়ে পড়েছিল যে তিনিও এবার বেসুরো হয়েছেন। অস্বীকার করারা উপায় নেই যে, সেই টুইটে অস্বস্তিতে পড়েছিল বঙ্গ বিজেপি(BJP) নেতৃত্ব। সেই ধাক্কা কাটাতে না কাটতেই আবারও ধাক্কা এল ২৫শে বৈশাখ। আবারও টুইট(Tweet)। এবার আবার ছুটি চেয়ে টুইট। আর তাতেই আবারও জল্পনা ছড়িয়েছে যে, তিনি বোধহয় এবার বিজেপি থেকেই ছুটি নিতে চাইছেন। সেই জল্পনার মধ্যেই এবার পাল্টা টুইট করলেন তৃণমূল নেতা ভি শিবদাসন দাশু(V Shibdasan Dasu)। যা দেখে অনেকেই মনে করছেন, যাকে উদ্দেশ্য করে দাশু টুইট করেছেন তিনি খুব সম্ভবত দ্রুত তৃণমূলে(TMC) ফিরতে চলেছেন। যদিও সেই দাবি মানতে নারাজ তিনি, মানে জিতেন্দ্র তিওয়ারি(Jitendra Tiwari)।

কিছুদিন আগেই আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি টুইট করেছিলেন, ‘বাংলাকে জিততে চান? তাহলে বাংলার মানুষের মন জয় করুন।’ সেই টুইত নিয়ে কিছু কম জলঘোলা হয়নি। অনেকেই মনে করছেন সেই টুইট জিতেন্দ্র আদতে বিজেপিকে লক্ষ্য করেই করেছিলেন। সেই ঘটনার রেশ কাটার আগেই গতকাল ২৫শে বৈশাখে ফের টুইট করেন জিতেন্দ্র। সেই টুইটে তিনি ‘ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু’ গানটি পোস্ট করে তাতে জুড়ে দেন ‘মাগো আমায় ছুটি দিতে বল’ লাইনখানি। আর তা ঘিরেই জল্পনা ছড়িয়েছে যে জিতেন্দ্র বোধহয় কবিগুরুর কাছে প্রার্থনা করেছেন যাতে বিশ্বকবি বিজেপি থেকে জিতেন্দ্রর ছুটি নেওয়ার কোনও ব্যবস্থা করে দেন। সেই টুইটের পাল্টা টুইট করেছেন তৃণমূল নেতা ভি শিবদাসন দাশু। তিনি লিখেছেন, ‘আজকে জিতেন বলেছে, ভালো লাগছে। ওর দেরিতে হলেও এই বোধ হয়েছে। একসময় বিনাশকালে বিপরীত বুদ্ধিতে ও চলে গিয়েছিল। আজ বুঝে গিয়েছে। আজকে যে কথা বলছে, সেই কথা আমরা ১০০ বার সমর্থন করছি। বাংলার মানুষের মন জিততে হবে। আমরা কাজ করে বাংলার মানুষের মন জিতেছি।’  

আর এই টুইট, পাল্টা টুইট দেখে অনেকেই বলছেন, দাশুর টুইটে জিতেন্দ্রর প্রতি কোনও রাগ বা ক্ষোভ ধরা পড়েনি। বরঞ্চ ধরা পড়েছে স্নেহভাজনের প্রতি ভুল ধরিয়ে দেওয়া ও ভুল করে ফেলার পর আক্ষেপের দরুন সান্ত্বনা প্রদান। আর তা থেকেই অনেকের অনুমান জিতেন্দ্র মুখে কিছু না বললেও, ভেতর ভেতর সম্ভবত তৃণমূলে ফেরার রাস্তা তৈরি করে নিয়েছেন। শুধু দলের শীর্ষমহলের সবুজ সংকেতের অপেক্ষা। সেখান থেকে গ্রিন সিগনাল এলেই তিনি ফের যোগ দেবেন তৃণমূলে। যদিও এই টুইট জল্পনা ঘিরে মঙ্গলবারও জিতেন্দ্র জানিয়েছেন দল বদলের কোনও গল্প নেই। তাঁর বক্তব্য, ‘এতে বিতর্কের কিছু নেই। জল্পনারও কিছু নেই। দলবদলেরও কোনও গল্প নেই। এটা সাধারণ ব্যাপার। রবীন্দ্রনাথকে তাঁর কবিতা আর গান দিয়েই শ্রদ্ধা জানিয়েছি। হ্যাঁ এটা সত্যি যে আমরা বাংলা জয় করতে চাইছি। আর বাংলা জয় করতে হলে তো বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষের মন জয় করতেই হবে। এতদিন সেটা আমরা পারিনি বলেই আমরা পরাজিত হয়েছি। যদি সংখ্যাগরিষ্ঠ মানুষের যদি মন জয় করতে পারতাম, তাহলে পরাজিত হতাম না। আগামী দিনে সেটাই করতে হবে। মানুষের মন জয় করার চেষ্টা করতে হবে। আমাদের কাছে মানুষের কী প্রত্যাশা আছে, সেটা দেখতে হবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নদিয়ায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনাই মৃত্যু হল এক যুবকের, শোকের ছায়া পরিবারে

অনলাইন প্রতারণা চক্রের ৬ ব্যাক্তিকে গ্রেফতার করল শান্তিপুর থানা

কাঁচালঙ্কা চিবিয়ে খান, বেটে মুখে মাখেন, নদিয়ার শেখর সিকদারের কীর্তিতে হতবাক সকলে

এক ফোঁটা বৃষ্টির জন্য নামাজ পড়ার মধ্যে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা

আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন শাহজাহান?

সন্দেশখালিতে এনএসজিকে ডেকে রোবট এনে হাত বোমা উদ্ধার করল সিবিআই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর