32ºc, Haze
Monday, 4th July, 2022 3:33 pm
নিজস্ব প্রতিনিধি: ঈদের ছুটিতে পিকনিকে গিয়ে ঘটল বড় বিপত্তি। দিঘির মধ্যে নৌকা উল্টে জলে ডুবে(Drowned) মৃত্যু হল দুই হবু চিকিৎসকের। বুধবার সকালে এই দুর্ঘটনার পরে ঈদের আবহেই শোকের ছায়া নেমে এসেছে মালদা(Malda) জেলার সুজাপুর(Sujapur) এলাকায়। পুলিশ ইতিমধ্যেই ওই দুই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের কন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তও শুরু করেছে। মৃত দুই যুবকের নাম সালিউদজামান(১৯) এবং রিজুয়ান সেখ(১৯)। দুইজনেরই বাড়ি মালদা জেলার সদর মহকুমার কালিয়াচক থানা এলাকার সুজাপুরে। ঈদের ছুটিতে এদিন তাঁরা ইংরেজবাজার(English Bazaar) থানা এলাকার আমজামতলার বাদলপুরে এক বন্ধুর বাগানবাড়িতে পিকনিক করতে এসেছিল। পিকনিকের ফাঁকে স্থানীয় একটি দিঘিতে নৌকাবিহারে বার হয় তাঁরা। সেই সময়েই দিঘীর মাঝে নৌকা উল্টে বিপত্তি বাঁধে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিঘির মাঝে নৌকা উল্টে ৪জন জলে পড়ে যায়। মাঝ দিঘিতে রীতিমত হাবুডুবু খেতে থাকেন তাঁরা৷ তাঁদের বাঁচাতে এগিয়ে যান স্থানীয়রা৷ দু’জনকে উদ্ধার করে তাঁরা পাড়ে নিয়ে আসতে সক্ষম হলেও খোঁজ পাওয়া যাচ্ছিল না বাকি দু’জনের৷ তাঁদের খোঁজে দিঘিতে জাল ফেলেন স্থানীয়রা৷ অনেকক্ষণ খোঁজাখুঁজির পর উদ্ধার হয় দুই যুবকের নিথর দেহ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ৷ দেহ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করেন তাঁরা৷ খবর দেওয়া হয় ওই দুই যুবকের পরিবারকেও৷ ঈদের পরেরদিন সন্তানদের হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ কীভাবে দুর্ঘটনা ঘটল তা জানতে বাকি বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশের তরফে জানা গিয়েছে।