এই মুহূর্তে




তিস্তাকে ব্যবহার করে পর্যটন শিল্পে জোর দিক রাজ্য চাইছে সংগঠন

 

নিজস্ব প্রতিনিধি: আজ বিশ্ব পর্যটন দিবস। আর আজই পশ্চিমবঙ্গের পর্যটনের মানচিত্রে তিস্তা নদীতে পর্যটন শিল্পে জোর দিতে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হল। বিশ্ব পর্যটন দিবসে তিস্তা নদীকে ব্যবহার করে পর্যটন শিল্প বিকাশের দাবি জানাল জলপাইগুড়ি ট্যুর অপারেটর ওয়েলফেয়ার এসোসিয়েশন।

সিকিম থেকে উৎপত্তি হয়ে জলপাইগুড়ি জেলা পেড়িয়ে বাংলাদেশে মিশেছে তিস্তা নদী। তিস্তা নদীর গতিপথের দু’ধার জুড়ে রয়েছে ব্যাপক সৌন্দর্য। একইসঙ্গে রয়েছে বিভিন্ন পরিযায়ী পাখি সহ জীববৈচিত্র্য। আর এর টানে দেশ ও বিদেশ থেকে প্রচুর মানুষ এসে ভিড় জমায়।

২৭ শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস অর্থাৎ আজ। সারা বিশ্ব জুড়ে এই দিনটিতে পর্যটন বিকাশ নিয়ে বিভিন্ন দাবি উঠে থাকে। তাই এই দিবসে জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা পারে জমায়েত হন জলপাইগুড়ি ট্যুর অপারেটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যরা। তারা তিস্তা নদীকে ব্যাবহার করে রিভার টুরিজম প্রসারের দাবি ও পাশাপাশি তিস্তার জীববৈচিত্র্য রক্ষা ও স্থানীয় মাঝিদের লাইফ জ্যাকেট সহ অন্যান্য সামগ্রী প্রদানের দাবি জানিয়েছেন। সংগঠনের তরফে রাজ্য সরকারের কাছে আর্জি জানানো হয়েছে এই বিষয়ে। পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রে বিস্তর পরিকল্পনার জন্যই এই দাবি জানানো হয়েছে সংগঠনের তরফে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রক্তদান শিবিরের গেট তৈরি করাকে কেন্দ্র করে ভাঙড়ে আইএসএফ – তৃণমূল সংঘর্ষ

অভিষেকের অনশন প্রত্যাহারের বার্তা নিয়ে ঠাকুরনগরে হাজির রাজ্যের দুই মন্ত্রী

খড়দহে মজুত বিপুল পরিমাণ বারুদ বিস্ফোরণে উড়ে গেল বাড়ির চাল

জীবনযুদ্ধে জয়ী শিশুকন্যার পাশে জঙ্গলমহলের মানবিক পুলিশ

খড়দার তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রশ্ন, পুলিশ কী সমাজ বিরোধীদের দালাল!

বোলপুরে মানসিক অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি BLO

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ